ঘরে বসেই পরীক্ষা দিন নিজের প্রস্তুতিকে চাঙ্গা রাখুন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নের ধরন অনেকের কাছে সহজ মনে হয়। কিন্তু সমস্যা হলো সঠিক ভাবে সঠিক নিয়মে প্রাকটিস-এর অভাবে অনেক সহজ প্রশ্ন কনফিউশনে পরিণত হয় এবং চূড়ান্ত পরীক্ষায় সঠিক সময় বিভাজন না থাকায় অনেক প্রশ্ন বাদ পড়ে যায়। এ সকল সমস্যার সহজ সমাধান হলো গুরুত্বপূর্ণ টপিক আয়ত্ব করার পর বেশি বেশি জব সল্যুশন প্রশ্ন সমাধান করা । যেটা নিজেই বই কিনে বাসায় করা সম্ভব। এ ছাড়া চূড়ান্ত পরীক্ষার পূর্বে বেশি বেশি জব সল্যুশন প্রশ্ন সমাধান করে নিজেকে সময়ের ব্যাপারে প্রস্তুত রাখা সম্ভব। জব সল্যুশন প্লাস-এর গুরুত্ব: ✍️ চূড়ান্ত পরীক্ষার আগে নিজের মনোবল ও আত্নবিশ্বাস বৃদ্ধি করা যায়। ✍️ নিজের MCQ জ্ঞানভাণ্ডার সয়ংসম্পূর্ণ করা যায়। ✍️ অন্যান্য পরীক্ষার্থীদের চেয়ে দ্রুত উত্তর দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করা যায়। ✍️ পরীক্ষায় কনফিউশন প্রশ্ন থেকে রেহাই পাওয়া যায়। ✍️ প্রশ্নের উত্তরে নির্ভুলতার হার অনেকাংশেই কমিয়ে আনা যায়। ✍️ নিজের বর্তমান প্রস্তুতির অবস্থা সম্পর্কে জানা যায় ও তা থেকে উন্নতি করার সুযোগ পাওয়া যায়। ✍️ অন্যান্য প্রতিযোগীদের সম্পর্কে অল্প কিছু হলেও ধারণা রাখার সুযোগ পাওয়া যায়। ✍️ সর্বোপরি নিজের প্রস্তুতি সময়ের সাথে তাল মিলিয়ে চাঙ্গা করা যায়। 📕 বিদ্যাবাড়ি জব সল্যুশন প্লাস বইটি উপরোক্ত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে প্রস্তুত করা হয়েছে যা আপনার প্রস্তুতিকে চাঙ্গা করে তুলতে সাহায্য করবে। 📕 বইটির প্রথম অংশে সরকারি চাকরির পরীক্ষায় কমন উপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দেওয়া হয়েছে। যা আপনার প্রস্তুতিকে অনেকগুণ বাড়িয়ে তুলবে।