বাদল শাহ আলম সম্পাদিত সাময়িকী খনন-এর জুলাই ২০১৬ থেকে জুলাই ২০২৩ পর্যন্ত সর্বমোট ১৫টি সংখ্যায় মার্কসবাদ সংক্রান্ত নিবন্ধগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এগুলোকে এখন একত্রে গ্রন্থ আকারে প্রকাশ করা হচ্ছে। সংকলনের অন্তর্ভুক্ত নিবন্ধগুলো খনন-এ সর্বমোট ১৫টি কিস্তিতে প্রকাশিত হয়। কিন্তু হাতেগণা এই লেখাগুলোই রচিত ও প্রকাশিত হয়েছে সুদীর্ঘ সাত বছরাধিকাল জুড়ে। এর জন্য প্রধানভাবে দায়ী লেখক; তিনি অংশত ভিন্ন ধরনের ব্যস্ততার কারণে, দ্রæততার সাথে লেখার কাজ সারতে পারেন নি। নিবন্ধগুলো তিনি লিখেছেন শুধুমাত্র খনন সম্পাদকের তাগাদা পেয়ে, খনন-এর নির্দিষ্ট সংখ্যার মুদ্রণের আগ মুহূর্তে, তাড়াহুড়া করে। পাশাপাশি দুটো লেখার মধ্যকার প্রলম্বিত বিরতির ছাপ নিবন্ধের লেখাতেও পড়েছে Ñ ধারাবাহিকতা ক্ষুণœ হয়েছে, পুনরাবৃত্তির ঘটনাও ঘটেছে বহুল পরিমাণে। প্রয়োজন ছিল সংকলন আকারে প্রকাশের আগে পুরো রচনাটার ব্যাপক পরিমার্জনার। দুঃখের বিষয়, আপাতত তা সম্ভব হচ্ছে না। এটা প্রকাশিত হলো মূলত তার অপরিমার্জিত রূপে, সামান্য ঘষামাজার ভিত্তিতে। মার্কসবাদের ওপর যাদের নি¤œতম পড়াশুনা রয়েছে তাদের কাছে বর্তমান সংকলনে আলোচিত বিষয়গুলো অজানা কিছু নয়; এসব সংক্রান্ত ব্যাখ্যা-বিশ্লেষণও নতুন নয়। কিন্তু তা সত্তে¡ও পাঠকদের কেউ কেউ আগ্রহের সাথে খনন-এর নিবন্ধগুলো পড়েছেন। কোনো কোনো পাঠক এগুলোকে পুস্তিকা আকারে প্রকাশের তাগিদও দিয়েছেন। খনন-এর এ লেখাগুলোতে মার্কসবাদ সংক্রান্ত যে ধারণা ব্যক্ত হয়েছে তাকে এক কথায় দ্বা›িদ্বক ও ঐতিহাসিক বস্তুবাদ নামে অভিহিত করা যায়। সংকলনের নামও সেভাবে করা হলো। এতে মার্কসীয় দর্শন দ্বা›িদ্বক বস্তুবাদের মূলনীতি ও ইতিহাস বিশ্লেষণে সেসবের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে মাত্র। সুতরাং বর্তমান সংকলন কোনো মতেই মার্কসবাদের পূর্ণাঙ্গ উপস্থাপনা নয়; মার্কসের তত্তে¡র আরো বহু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার বাইরে রয়ে গেছে। বর্তমান সংকলনে ঐতিহাসিক বস্তুবাদ নিয়ে যে আলোচনা করা হয়েছে তাও এর পূর্ণাঙ্গ চিত্র নয়। সমাজ বিশ্লেষণে দ্ব›দ্বতত্ত¡ প্রয়োগের শ্রেষ্ঠতম নিদর্শন হলো পুঁজি গ্রন্থে মার্কস কর্র্র্তৃক পুঁজিবাদী সমাজের অনুপুঙ্খ বিশ্লেষণ ও তার ভিত্তিতে মানব সমাজের ভবিষ্যৎ গতিপথ নির্দেশ। এর আরো নজীর হলো রাশিয়া ও চীনসহ দেশে দেশে মার্কসবাদী বিপ্লবীদের সমাজের বিশ্লেষণ ও তার ভিত্তিতে বিপ্লবের রণনীতি ও রণকৌশল প্রণয়ন ও বিপ্লবের পথ নির্ধারণ। এ সমুদয় বিষয়ের ওপর আলোকপাত ব্যতিরেকে মার্কসবাদ সংক্রান্ত আলোচনা পূর্ণাঙ্গ হতে পারে না। মার্কসবাদের এসব গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা আপাতত এ সংকলনের বাইরেই থেকে গেলো। আরেকটা বিষয়। সামাজিক সাম্রাজ্যবাদ হিসেবে চীনের আবির্ভাব তুলনামূলকভাবে নতুন। রুশ সামাজিক সাম্রাজ্যবাদের উদ্ভব ও বিকাশের প্রক্রিয়ার সাথে এর ব্যাপক সাদৃশ্য থাকলেও এর রয়েছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য ও গতিবিধি। এসব নিয়ে বিশ্বের মার্কসবাদী তাত্তি¡কগণ ব্যাপক আলোচনা করেছেন। কিন্তু ঐতিহাসিক বস্তুবাদ সংক্রান্ত খনন-এর সর্বশেষ নিবন্ধে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যায় নি।
Title
মার্কসীয় দর্শন - দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদ - Markasiya