নির্বাচন এখানে এক ধরনের খেলা। এ নিয়ে চলে বহু কারসাজি। এখানে কেউ কেউ হঠাৎ গুম হয়ে যায়। গুম হওয়া পরিবারগুলোর অবস্থা কী হয় সেটা কি কখনও আমরা ভেবে দেখি? ভিআইপিদের নিরাপদ যাতায়াতের জন্য প্রত্যেকদিন সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকে। কেনো? সড়কে মৃত্যুর মিছিল কমছে না। হাসপাতাল ও ডাক্তারের কাছে যেতে ভয় পায় গরিব মানুষ। তদের জন্য এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠেনি। বিচার না পেতে পেতে বিচার না চাওয়ার সংস্কৃতি গড়ে ওঠেছে। বেড়েছে দুর্নীতি, ঋণখেলাপীর সংখ্যা। পরিবেশের ক্ষতি করে নির্মাণ হচ্ছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। গরিব মানুষদের খোঁজ রাখে না কেউ। কিন্তু উন্নয়ন করতে হলে তাদের পাশে দাঁড়াতে হবে। পাটশিল্প, চামড়াশিল্প, আখশিল্পের প্রচুর সম্ভাবনা থাকা সত্তে¡ও তা ঠিকভাবে বিকশিত হতে পারে না। কেনো তা বিকশিত হয় না? আজকের তরুণ-তরুণীরা তা মেনে নিতে পারছে না। তারা এসব নিয়ে কাজ করতে চায়। দেশের ঐতিহ্য ফেরাতে চায়। সমৃদ্ধি আনতে চায়। তাহলে কি তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে? এ ধরনের নানা গল্প-কাহিনীর মাধ্যমে উঠে এসেছে দেশের বিদ্যমান পরিস্থিতিÑ আমি দেখছি, অন্যেরা কি দেখছে?