অনুবাদকের কথা সমস্ত প্রসংশা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং ভাল-মন্দের পথ দেখিয়েছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক তাঁর প্রিয় হাবিব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর; যিনি তাঁর উপর অর্পিত আমানত পরিপূর্ণরূপে আদায় করেছেন। শুকরিয়া জ্ঞাপন করছি, দারুল উলুম দেওবন্দের বর্তমান প্রাধান মুফতি ও উস্তাদযুল আসাতিযা মুফতি হাবিবুর রহমান খায়রাবাদি দা. বা. এর, যার লিখনীতে উম্মতের প্রয়োজনীয় অনেক বিষয়ে দিক-নির্দেশনা পাওয়া যায়। বক্ষমান পুস্তিকাটিও তন্মধ্য হতে একটি অমূল্য গ্রন্থ। যা ‘কুরবানির ইতিহাস ও মাসায়েল’ নিয়ে লিখিত। পাশাপাশি তিনি তাতে কুরবানির ফাযায়েল ও প্রয়োজনীয়-যুগোপযোগী বহু মাসআলা একত্র করেছেন। হযরতজ্বীর এ গ্রন্থটি স্বভাষায় রচিত করে আমাদের মুসলিম ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পুস্তিকাটির তরজমা শুরু করি। আল্লাহর শোকর, ধীরগতিতে হলেও কাজটি পরিসমাপ্তির মুখ দেখতে পেয়েছে। ‘রাইজ পাবলিকেশন’ এর সত্ত¡াধিকারী বন্ধুবর নাঈমুল হাসানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যিনি পুস্তিকাটি প্রকাশের গুরুদায়িত্ব গ্রহণ করেছেন। পাঠকদের সুবিধার্থে বলছি, মূল গ্রন্থটিতে কোন তথ্যসূত্র ছিল না। অনূদিত এ গ্রন্থে অনুবাদক কর্তৃক তা সংযোজিত হয়েছে। আশা করি, অনূদিত গ্রন্থটি তৃষ্ণার্ত হৃদয়ের তৃষ্ণা নিবারণে অগ্রণী ভ‚মিকা পালন করবে বলে আমরা আশাবাদী। আর গ্রন্থটিকে ত্রæটিমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে। তথাপিও ভুলত্রæটি থেকে যাওয়া খুবই স্বাভাবিক। এ ব্যাপারে সকলের সহযোগিতা ও ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করছি।