লেখকের আরজ br সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক। দরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, উভয় জাহানের সর্দার এবং সৃষ্টিকুল-শিরোমণি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক সেসব আওলাদে রাসুলগণের উপর, যারা সত্য, ন্যায়-নীতি ও অনুপম আদর্শের মূর্তপ্রতীক। br হামদ ও সালাতের পর, পাঠক সমাজে আমি ছোট্ট কিতাব প্রকাশ করার ইচ্ছা পোষণ করেছি, যার নাম দিয়েছি ‘মিন আদাবিল ইসলাম’। এতে রয়েছে সুমহান ধর্ম ইসলামের নৈতিক ও চারিত্রিক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। যেখানে আমি সত্য ও সঠিক ধর্ম তথা ইসলামের শিষ্টাচার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। brযে বিষয়টিতে আমি আমার প্রিয়ভাজন ও মুসলিম ভাইদের খুব উদাসীন পেয়েছি। এছাড়াও এ বিষয় সম্পর্কে যাবতীয় জ্ঞান না থাকায় আমি অনেক নারী-পুরুষকেই এক্ষেত্রে ভুল করতে দেখেছি। তাই আমার মনের আশা এই যে, এই বিষয়াদি সম্পর্কে তাদেরকে এ বিষয় স্মরণ করিয়ে দিয়ে এ সম্পর্কে পূর্ণ অবগত করার চেষ্টা করা। যদিও স্বয়ং আমিই এর সবচেয়ে বেশি মুখাপেক্ষী।br এই গ্রন্থটি মূলত সত্য, ন্যায় ও ধৈর্য্যরে উপদেশ প্রদান ও মহান আল্লাহ তায়ালার শাশ্বত বাণী সম্পর্কে অবহিত করার লক্ষ্যেই রচিত। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এ মর্মে নির্দেশ প্রদান করেন যে, “আপনি উপদেশ দিতে থাকুন। কারণ নিশ্চয়ই উপদেশ মুমিনদের উপকারে আসে।”(সূরা যারিয়াত: ৫৫)br সর্বশেষে এই আরজ পেশ করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং সমস্ত উম্মাহকে পবিত্র কুরআনের যাবতীয় নির্দেশাবলিকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করার তাওফিক দান করেন।br হে আল্লাহ! এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমাদের সকলের ইহকালীন জীবনকে ইসলামের সুমহান আদর্শে আলোকিত ও সৌন্দর্যমন্ডিত করার এবং পরকালীন জীবনে নাজাতপ্রাপ্তির উসিলা হিসেবে কবুল করুন। আমিন। আল্লাহ তায়ালাই সর্বশ্রেষ্ঠ অভিভাবক এবং একমাত্র প্রতিপালক।br -আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ লেখকের আরজ br সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক। দরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, উভয় জাহানের সর্দার এবং সৃষ্টিকুল-শিরোমণি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক সেসব আওলাদে রাসুলগণের উপর, যারা সত্য, ন্যায়-নীতি ও অনুপম আদর্শের মূর্তপ্রতীক। br হামদ ও সালাতের পর, পাঠক সমাজে আমি ছোট্ট কিতাব প্রকাশ করার ইচ্ছা পোষণ করেছি, যার নাম দিয়েছি ‘মিন আদাবিল ইসলাম’। এতে রয়েছে সুমহান ধর্ম ইসলামের নৈতিক ও চারিত্রিক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। যেখানে আমি সত্য ও সঠিক ধর্ম তথা ইসলামের শিষ্টাচার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। brযে বিষয়টিতে আমি আমার প্রিয়ভাজন ও মুসলিম ভাইদের খুব উদাসীন পেয়েছি। এছাড়াও এ বিষয় সম্পর্কে যাবতীয় জ্ঞান না থাকায় আমি অনেক নারী-পুরুষকেই এক্ষেত্রে ভুল করতে দেখেছি। তাই আমার মনের আশা এই যে, এই বিষয়াদি সম্পর্কে তাদেরকে এ বিষয় স্মরণ করিয়ে দিয়ে এ সম্পর্কে পূর্ণ অবগত করার চেষ্টা করা। যদিও স্বয়ং আমিই এর সবচেয়ে বেশি মুখাপেক্ষী।br এই গ্রন্থটি মূলত সত্য, ন্যায় ও ধৈর্য্যরে উপদেশ প্রদান ও মহান আল্লাহ তায়ালার শাশ্বত বাণী সম্পর্কে অবহিত করার লক্ষ্যেই রচিত। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এ মর্মে নির্দেশ প্রদান করেন যে, “আপনি উপদেশ দিতে থাকুন। কারণ নিশ্চয়ই উপদেশ মুমিনদের উপকারে আসে।”(সূরা যারিয়াত: ৫৫)br সর্বশেষে এই আরজ পেশ করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং সমস্ত উম্মাহকে পবিত্র কুরআনের যাবতীয় নির্দেশাবলিকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করার তাওফিক দান করেন।br হে আল্লাহ! এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমাদের সকলের ইহকালীন জীবনকে ইসলামের সুমহান আদর্শে আলোকিত ও সৌন্দর্যমন্ডিত করার এবং পরকালীন জীবনে নাজাতপ্রাপ্তির উসিলা হিসেবে কবুল করুন। আমিন। আল্লাহ তায়ালাই সর্বশ্রেষ্ঠ অভিভাবক এবং একমাত্র প্রতিপালক।br -আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ