"শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী রচিত যোগবলে রোগ-আরোগ্য গ্রন্থটি আমরা আদ্যোপান্ত পড়লাম এবং আরও অনেককে পড়ালাম। সবারই এক মত- গ্রন্থটি অত্যন্ত প্রয়োজনীয়। গ্রন্থটি যে কেউ পড়বেন তিনিই এর প্রয়োজনীয়তা সম্পর্কে নিঃসন্দেহে এই মতই প্রকাশ করবেন।..."যখন বাঙ্গালী-জাতি প্রায় ধ্বংসের মুখে এগিয়ে যেতে বসেছে, সেই সময় আমাদের নানা সমস্যার একটা সমস্যা প্রতিকারের জন্য আশার আলো নিয়ে যিনি এগিয়ে আসেন, তাঁকে আমরা অভিনন্দন জানাই। আলোচ্য গ্রন্থটি আমরা প্রত্যেক বাঙ্গালীকেই পড়ে দেখবার জন্য অনুরোধ করব। একবার পড়তে আরম্ভ করলে সমস্ত বইটাই পড়বার আগ্রহ জন্মায় এবং সমস্ত বইটা পড়া হয়ে গেলে মনে হয়-এত সহজ, এত সাধারণ বিষয়গুলি না জানা থাকায় কত মারাত্মক রকম ভুলই না আমরা করি। শরীর তত্ত্বের জটিল বিষয়গুলি এতসুন্দর এবং এত প্রাঞ্জলভাবে যেন বুঝানো যেতে পারে, তা এই বইটি না পড়লে ধারণা করা যায় না। আমরা সাধারণতঃ যে সব রোগে প্রায়ই ভুগি সেই অতি-পরিচিত রোগগুলির স্বরূপ এই বইটিতে উদ্ঘাটিত করা হয়েছে। রোগের কারণ যদি সাধারণের বোধগম্য হয়, তা'হলে রোগ আরোগ্য হতে বেশী দেরী লাগে না। শুধু তাই নয়, এই গ্রন্থের নির্দেশমত চলে বহু কঠিন ও দুরারোগ্য রোগের হাত থেকে চিরতরে নিষ্কৃতি পাওয়া যায়।... কোন কঠিন অথবা দুঃসাধ্য যোগ-ক্রিয়ার ব্যবস্থা এই বইটিতে নাই- সহজসাধ্য অল্প কয়েকটি যোগক্রিয়ার সাহায্যে সর্বব্যাধি আরোগ্য ও ভাবী রোগের আক্রমণ প্রতিরোধের ব্যবস্থা এতে দেওয়া হয়েছে