ফেসবুকে অনলাইন ব্যবসা করার নিয়ম কানুন: বাংলাদেশের অনেক মানুষ ফেসবুকে অনলাইন ব্যবসা শুরু করে দিয়েছে। বর্তমান ডিজিটাল যুগ। এখন সবাই যার যার কাজে ব্যস্ত থাকে। নারী পুরুষ সবাই ঘরে বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। যার ফলে সবারই সময় কম থাকে। কিছুদিন আগেও মানুষ সব কিছু কেনাকাটার জন্য বিভিন্ন শপিং মলে যেত। এখনো শপিংমলই অনেকের ভরসা তবে এখন অনেকেই অনলাইন কেনাকাটায় আসক্ত। ঘরে বসে আরামেই সব কিছু অর্ডার করা যায় বলে, অনেকের কাছেই এখন অনলাইন কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠছে। সময়, শ্রম দুটোই লাঘব হয় এই অনলাইন কেনাকাটায়। ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম। ফেসবুকের সাহায্যে সবার সাথে একযোগে যোগাযোগ রক্ষা করা যায়। যদিও অল্প বয়সী ও উঠতি বয়সী ছেলেমেয়েরা এই ফেসবুককে তাদের বিনোদনের স্থান হিসেবে ব্যবহার করে থাকে। প্রতিদিন প্রায় ২ বিলিয়নও বেশী মানুষ ফেসবুকে লগ ইন করে থাকে। প্রতি বছর এর সংখ্যা বাড়ছে। তাই ফেসবুকে অনলাইন ব্যবসা হতে পারে উত্তম একটি উপায়। ফেসবুকের মাধ্যমে খুব সহজেই অনলাইন ব্যবসা শুরু করা যায়। আমরা জানব কিভাবে ফেসবুকে পেইজ, গ্রুপ ও মার্কেটপ্লেস ব্যবহার করে বৃহৎভাবে অনলাইন ব্যবসা করা যায়। ফেসবুকে অনলাইন ব্যবসা শুরু করে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনটি প্রধান বিষয়ে নজর রাখতে হবে। ১। ফেসবুক বিজনেস পেইজ, গ্রুপ খোলা এবং ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য অপলোড দেওয়া ২। ফেসবুক স্টোর কাস্টমাইজেশন ৩। ফেসবুক মার্কেটিং ফেসবুকে অনলাইন ব্যবসার ক্ষেত্রে যেসব বিষয় মাথায় রাখতে হবে: ১. গ্রাহকদের সংস্পর্শে থাকা ২. গ্রাহকদের চাহিদাগুলো বুঝা ৩. বিভিন্ন অফার প্রাইজ দেয়া ৪. বিভিন্ন ইভেন্টের আয়োজন করা ৫. ফেসবুক বিজ্ঞাপন ব্যবহার করা।