পরম করুণাময়ের অশেষ কৃপায় আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিভাগের জন্য 'বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক)' শিরোনামের সহায়ক বইটি লিখতে সক্ষম হয়েছি। বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে ব্যাপক পরিবর্তন। তারই ধারাবাহিকতায় ডিগ্রি শ্রেণির ছাত্র-ছাত্রীদের 'বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক)' শিরোনামে বইটি প্রকাশিত হয়েছে। বইটি লেখার ব্যাপারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের সুচিন্তিত ও মূল্যবান পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। এসব সম্মানিত শিক্ষকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বইটি রচনার সময় সিলেবাসের প্রত্যেকটি বিষয় নিখুঁতভাবে চুলচেড়া বিশ্লেষণ করে সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়বস্তুগুলো ছাত্র-ছাত্রীদের নিকট স্পষ্ট ও সহজবোধ্য করে তোলার চেষ্টা করেছি। যা ছাত্র-ছাত্রীদের ভালো ফলের সহায়ক হবে বলে আশা করি। 'ব্যতিক্রম পাবলিকেশন্স' এর অঙ্গীকার- শিক্ষার্থীদের জন্য গুণগত মানের অনন্য এবং শতভাগ কমনের নিশ্চয়তায় জাতির আগামী দিনের কাণ্ডারি, আজকের ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ সফলতায় সচেষ্ট থাকা। 'ব্যতিক্রম পরিবার'- এর সাথে সংশিষ্ট সকল লেখক, সম্পাদক, প্রুফরিডার কম্পোজিটরবৃন্দ শিক্ষার্থীদের জন্যে গুণে মানে অনন্য একটি ডিগ্রি 'বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক)' শিরোনামের সহায়ক বই উপহার দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন বলে আমি বিশ্বাস ও আস্থা রাখি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ সালের সম্পূর্ণ নতুন সিলেবাস ও মানবণ্টনের আলোকে এ সহায়ক বইয়ের প্রতিটি প্রশ্নোত্তরে আমরা যথাসম্ভব অধিক পয়েন্ট, তত্ত্ব ও তথ্য সংবলিত করে আধুনিক পদ্ধতিতে পরিবেশন করেছি। সে সাথে সর্বোচ্চ কমন পড়ার উপযোগী অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নে সন্নিবেশ করেছি ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে চূড়ান্ত সাজেশন্স ও হেল্প ডেক্স দেওয়া হয়েছে। আশা করছি, এ বইটি অধ্যয়নে অনুশীলনে পরীক্ষার্থীরা খুব সহজেই সর্বাধিক কমন ও সর্বোচ্চ নম্বর অর্জন করতে সক্ষম হবে। বইটি রচনার ক্ষেত্রে দেশি-বিদেশি খ্যাতনামা অনেক লেখকের বইয়ের সহযোগিতা নিয়েছি। তাঁদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। বইটি রচনার ক্ষেত্রে 'ব্যতিক্রম পাবলিকেশন্স' এর স্বত্বাধিকারী মো: সাহেব আলী (সাহেব) নির্বাহী সম্পাদক হিসাবে আমাদের অনেক উৎসাহ ও উদ্দীপনা যুগিয়েছেন। এজন্য আমাদের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি, বইটির সামগ্রিক বিষয়বস্তু সাহিত্যভিত্তিক হওয়ায় সতর্কতা অবলম্বন সত্ত্বেও তথ্যগত ও মুদ্রণজনিত কোনো ভুল ত্রুটি থাকলে তা সংশোধনে সম্মানিত শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পরামর্শ সাদরে গৃহীত হবে। বইটি যাদের জন্য প্রকাশিত হলো তারা উপকৃত হলেই আমাদের শ্রম সার্থক হবে বলে মনে করব।