বিদ্যুৎ নেই, পরিবার নেই, নেই বাইরের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক। আট বছর ধরে উত্তর অ্যাপালাশিয়ান জঙ্গলের এক কেবিনে বিচ্ছিন্নভাবে বসবাস করছে কুপার আর ওর মেয়ে ফিঞ্চ। অনেক কিছু লুকানোর আছে, তাই এরকম জীবন যাপনই পছন্দ করে কুপার। কেবিনভরা বুক শেলফের মাঝে বড় হয়েছে ফিঞ্চ, সেই সাথে বড় হয়েছে ভয়ঙ্কর সুন্দর জংলী জীবনের মাঝে। কিন্তু বাবার তৈরি করা জীবন নিয়ে প্রশ্ন তুললো ফিঞ্চ। কেন ওদের এরকম জীবনযাপন, যে কারণে এখনো আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে কুপার? ওরা যে এখানে থাকে, তা জানে মাত্র দুজন। একজন রহস্যময় স্থানীয় লোক, যার নাম স্কটল্যান্ড। আরেকজন কুপারের পুরানো বন্ধু, জেক। প্রতি শীতে ওদের জন্য খাবার আর সাপ্লাই নিয়ে আসে সে। কিন্তু এই বছর এলো না জেক, যার ফলে উন্মুক্ত হয়ে পড়লো ওদের অনিশ্চিত জীবন। জঙ্গলের মাঝে দেখা দিলো একজন আগন্তুক, যার ফলে হুট করেই ভেঙে পড়লো ওদের সাজানো স্বর্গের দেয়াল। নিজেকে নিয়ে ফিঞ্চের অবসেশন বিপদের মুখোমুখি করলো সবাইকে। এক রহস্যময় অন্তর্ধানে যখন ভেঙে পড়লো ফিঞ্চের জানা দুনিয়া, আর তখনই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কুপার। লুকিয়ে থাকবে, নাকি অবশেষে মুখোমুখি হবে ওর অতীতের। দিজ সাইলেন্ট উডস সারভাইভাল, স্যাক্রিফাইসের এক মর্মস্পর্শী গল্প। নিজের সন্তানকে হারানোর সামনে দাঁড়ালে একজন বাবা কতদূর যেতে পারে, তার গল্পও।