পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজসমূহ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের বিবিএ (অনার্স) ৪র্থ বর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য নতুন সিলেবাস অনুযায়ী "আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থায়ন” বইটির প্রথম সংস্করণ প্রকাশিত হলো। "আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থায়ন" এর মত একটি গুরত্বপূর্ণ বিষয় সিলেবাসে অন্তর্ভূক্ত করায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রশংসা জানাই। বাংলাদেশের অর্থব্যবস্থার সাথে সংগতি রেখে বাংলা ভাষায় বইটির রচনার ক্ষেত্রে আমরা বিদেশী বইগুলো অনুসরণ করলেও বিষয়বস্তু উপস্থাপন করেছি আমাদের শিক্ষার্থীদের উপযোগী করে। শ্রেণী কক্ষে পাঠদান ও বিষয়বস্তু শিক্ষার্থীদের অনুধাবনের সুবিধার্থে আমরা সিলেবাসের অর্ন্তভূক্ত বিষয়গুলো সম্পূর্ণরূপে অর্ন্তভুক্ত করার চেষ্টা করেছি। বইটির রচনার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদানরত সম্মানীত শিক্ষক মন্ডলীর পরামর্শ আমাদের বিশেষভাবে অনুপ্রাণিত ও উৎসাহিত করেছে। এজন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বইটির রচনার ক্ষেত্রে সময় স্বল্পতা ও কিছু সীমাবদ্ধতা কারণে অনিচ্ছা সত্ত্বেও মুদ্রণজণিত কিছু ভুল-ত্রুটি থেকে যেতে পারে। সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী। ভুল-ত্রুটি সম্পর্কে এবং বইটির মান উন্নয়ন প্রসঙ্গে সম্মানীত শিক্ষক মন্ডলীর যে কোন সমালোচনা ও পরামর্শ আমরা সাদরে গ্রহন করবো এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো। সর্বশেষে প্রাণপ্রিয় ছাত্র/ছাত্রীরা বইটি পড়ে "আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থায়ন" এর বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে সামান্যতম উপকৃত হলে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করবো।
Title
আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থায়ন বিবিএ - অনার্স ৪র্থ বর্ষ