সমস্ত প্রশংসা মহান প্রতিপালকের। তিনিই আদি, তিনিই অন্ত। লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক জগতের মহীয়ান সর্দার মুহাম্মাদে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। নবীদের পর উম্মতের সর্বোৎকৃষ্ট মানব সন্তান হলো সাহাবা কেরাম। জগদ্বাসীর ওপর তাদের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব। সাহাবা কেরামের মাঝেও তাদের শ্রেষ্ঠত্ব উপমাহীন, যারা বাইআতে রেদওয়ানে অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ পুরস্কারে ভূষিত করার সুসংবাদ প্রদান করেছেন- “নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি খুশি হয়েছেন, তারা যখন গাছের নিচে আপনার কাছে বাইআত গ্রহণ করছিল। তাদের অন্তরে যা-কিছু ছিল আল্লাহ সে সম্পর্কেও অবগত ছিলেন। তাই তিনি তাদের ওপরে অবতীর্ণ করলেন প্রশান্তি এবং পুরস্কারস্বরূপ তাদেরকে দান করলেন আসন্ন বিজয় এবং বিপুল পরিমাণ গনিমতের মালও, যা তারা হস্তগত করবে। আল্লাহ মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়।" [সূরা ফাতহ: ১৮-১৯] মুসলিম জাতির প্রতিটি ব্যক্তির অবশ্যকর্তব্য হলো, তারা সাহাবা কেরামের জীবনচরিত অধ্যয়ন করবে। তাদেরকে অনুকরণ করে জীবনের উজ্জ্বল পথের সন্ধান করে নিবে। সকল সাহাবা কেরাম নারী হোক বা পুরুষ, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জীবন পথের পাথেয় গ্রহণ করেছেন। তারা সকলেই আসমানের উজ্জ্বল তারকা এবং জমিনের নিষ্ঠবান আদর্শ পুরুষ।