মহান রাব্বুল আলামিনের অশেষ কৃতজ্ঞতা, তিনি আমাদেরকে তাঁর বান্দা হিসেবে পৃথিবীর বুকে অগণিত নেয়ামত দান করেছেন। তাঁর সে নেয়ামতের কথা চিন্তা করলে একমাত্র তাঁরই ইবাদতে ডুবে থাকতে ইচ্ছে হয়। দুনিয়ার তাবৎ ঝুট-ঝামেলা তখন তুচ্ছ লাগে। জগৎসংসারের সবকিছু ফিকে মনে হয়। আত্মা একমাত্র তাঁরই প্রেমে সিক্ত হতে প্রেমদরিয়ার উথাল-পাতাল তরঙ্গে হাবুডুবু খেতে চায়। বান্দার এমনই স্রষ্টাপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেকে শুধরানোর কেতাবি নাম-তাসাউফ বা আত্মশুদ্ধি। নিজেকে সংশোধন করে বান্দা ক্ষণস্থায়ী এ জগতে ইবাদত-বন্দেগিতে মজে অনন্ত কালের জন্য জান্নাতের নেয়ামতে যেন ধন্য হতে পারে, তাসাউফ সে পথে হাঁটতেই সহযোগী হয়। পাকিস্তানের বিশ্ববরেণ্য আলেমেদ্বীন শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির ইলমি গ্রহণযোগ্যতা সব মহলে সমানভাবে সমাদৃত। তিনি তার জুমা ও অন্যান্য আলোচনায় আত্মশুদ্ধি বিষয়ক যেসব মূল্যবান নসিহত পেশ করেছেন, বক্ষমাণ গ্রন্থটি তারই সারসংক্ষেপ। এটি মূলত তার উর্দু বয়ান সংকলন 'ইসলাহি খুতুবাত', 'ইসলাহি মাজালিস' ও ' ইসলাহি মাওয়ায়েজ' থেকে চয়ন করে সাবলীল উপস্থাপনায় অনুবাদ করা হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় তত্ত্ব-তথ্যের সমন্বয় সাধন করা হয়েছে। রাব্বুল আলামিন বইটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আত্মার পরিশুদ্ধির নেয়ামত দান করুন। নিজেকে শুধরে একমাত্র তাঁরই প্রেমসাগরে ডুবে তাঁর সন্তুষ্টি মতো জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।
প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী শুধু ইসলামের নানা বিষয় নিয়ে বই রচনা করেননি, তিনি একাধারে ইসলামি ফিকহ, হাদীস, তাসাউফ ও ইসলামি অর্থনীতি বিশেষজ্ঞ। আর তা-ই নয়, তিনি একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতে, এমনকি পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চেরও বিচারক পদে আসীন ছিলেন। মুফতী মুহাম্মদ তকী উসমানী ভারতের উত্তর প্রদেশের দেওবন্দে ১৯৪৩ সালের ৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগ হয়ে ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্রে পরিণত হলে তার পরিবার পাকিস্তানে চলে আসে এবং এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে। শিক্ষাজীবনে তিনি বিভিন্ন জায়গা থেকে ইসলামি নানা বিষয়সহ অন্যান্য বিষয়েও শিক্ষা নিয়েছেন। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, যেখান থেকে অর্থনীতি, আইনশাস্ত্র ও রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। আর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেছেন আরবি ভাষা ও সাহিত্যে এম.এ. ডিগ্রি। দারুল উলুম করাচি থেকে পিএইচডি সমমানের ডিগ্রি অর্জন করেছেন ইসলামি ফিকহ ও ফতোয়ার উপর। সর্বোচ্চ স্তরের দাওয়া হাদিসের শিক্ষাও তিনি একই প্রতিষ্ঠান থেকে গ্রহণ করেন। বিচারকের দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন ইসলামি বিষয়, যেমন- ফিকহ, ইসলামি অর্থনীতি ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ফিকহ একাডেমির স্থায়ী সদস্যপদ রয়েছে তাঁর। পাকিস্তানে 'মিজান ব্যাংক' নামক ইসলামি ব্যাংকিং সিস্টেম প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানে ইসলামি অর্থনীতির প্রসারে তিনি বিশেষ অবদান রেখেছেন। তিনি রচনা করেছেন অসংখ্য বইও। তকী উসমানীর বই এর সংখ্যা ৬০ এর অধিক। শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী এর বই সমূহ রচিত হয়েছে ইংরেজি, আরবি ও উর্দু ভাষায়। শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী এর বই সমগ্র এর মধ্যে 'Easy Good Deeds', 'Spiritual Discourses', 'What is Christianity?', 'Radiant Prayers' ইত্যাদি ইংরেজি বই, ও 'তাবসেরে', 'দুনিয়া মেরে আগে', 'আসান নেকিয়া' ইত্যাদি উর্দু বই উল্লেখযোগ্য। এসকল বই ইসলাম প্রসারে, এবং বিভিন্ন ইসলামি ব্যাখ্যা প্রদান ও আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।