শিক্ষক, সমাজসেবক, মানবাধিকারকমীর্, জয়িতা কবি মাহফুজা আখন্দ, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরাম ইউনিয়নের নিঘোঢ়কান্দা গ্রামে পিতৃালয়ে ১৯৭৪ সালে ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পিতা আব্দুস সামাদ আখন্দ মৌলভী, সমাজসেবা অফিসার। সাহিত্যানুরাগী, সংস্কৃতিমনা এই মানুষের আরবি, ফার্সি, ইংরেজি ভাষায় ছিল বিশেষ দখল। মাতা. রওশনারা আখন্দ, স্ব—শিক্ষায় শিক্ষিত বিদুষী রমনী। নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশিদূর নিতে না পারার অপূর্ণতা পূর্ণ করেন সন্তানদের সু—শিক্ষিত করে। স্বীকৃতি স্বরুপ পেয়েছেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রত্নগর্ভা পুরুস্কার। কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে অনাার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ময়মনসিংহ টিটিসি থেকে বিএড এবং এমএড সমাপ্ত করেন। পেশায় শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি সাহিত্য, সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত। তিনি শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্যজনক নারী—জয়িতা ২০১৭ সালে, নারী নেতৃত্ব ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড ২০১৯ পেয়েছেন। এছাড়া দাতব্য প্রতিষ্ঠান গোল্ডা শরীফ কমপ্লেক্স এর দাতা সদস্য এবং সক্রিয় কর্মী। এছাড়াও দেশি বিদেশি বিভিন্ন সংস্থার হয়ে মানবাধিকার রক্ষার কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। লেখালেখি ছাড়াও তিনি ভ্রমণ করতে এবং বই পড়তে খুব পছন্দ করেন।