কবিতা সুন্দর। কবিতার পথে হাঁটতে চাওয়ার আকাঙ্ক্ষাটুকু আরও বেশি সুন্দর। কবিতা একজীবনে হয়তো দেবে না কিছুই। খ্যাতি দেবে না, সমৃদ্ধি দেবে না এমনকী কথনো কখনো দেবে না ভালোবাসাও। তবু একটি মনের মতো কবিতা লেখার নেশা কখন আপনাকে হাঁটিয়ে নিয়ে আসবে এতটা কঠিন পথ, টেরও পাবেন না। যারা কবিতাকে ভালোবেসে কবিতার সঙ্গে থাকতে চান, সালমা জাহান সনিয়া তাদের একজন। তার কবিতা আসলেই কতটুকু কবিতা, তার সাক্ষ্য দেবে পাঠক, তার সাক্ষ্য দেবে সময়। কিন্তু কবিতা আঁকড়ে বাঁচতে চাওয়ার তার যে প্রবল তৃষ্ণা, তা যে কখনোই মিথ্যে নয়, এটুকু আপনাকে স্বীকার করতেই হবে। তারুণ্যের সৌন্দর্য তো কতভাবেই ফুটে ওঠে। কোনো একজন তরুণী একটি সুন্দর কবিতা লেখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এই দৃশ্য কি সুন্দর নয়? কবিতায় গল্প থাকে মানুষ ও প্রকৃতিকে ভালোবাসার, থাকে আহবান দুঃখকে ভুলে থাকার। কখনো বলা হয় না এমন সব লুকানো কথা প্রকাশের ভাষার নাম কবিতা। সালমা জাহান সনিয়া সেই ভাষারই একজন ধারক মাত্র। হয়তো তার আহবান পৌঁছে যাবে কোটি মানুষের কাছে, হয়তো পৌঁছবে না। তবু এই পৃথিবীর আলো, হাওয়া, জল সাক্ষ্য দেবে তার এই ভালোবাসার ভাষা দুইচোখে ধরে রাখার মধ্যে কোনো ভণিতা ছিল না। -হাবীবাহ্ নাসরীন
সালমা জাহান সনিয়া। গল্পের হাত ধরে হাঁটতে হাঁটতে একদিন হুট করেই কবিতায় চলে আসা।মানুষ সহজে কবিতা ছেড়ে গল্পে যেতে পারে। কিন্তু হুট করেই কবিতায় আসতে পারে না।হঠাৎ কবিতায় এসে এখন কবিতাই তার সব। বাকি জীবন কবিতার হাত ধরে হেঁটে যেতে চাওয়ার প্রবল ইচ্ছে মনে পুষে আছেন। 'কবিরা সুখ সহ্য করতে পারে না,সুখের ছোঁয়া পেলে তার কবিত্ব থাকে না।' বিষাদ মাখা কবিতা জুড়ে থেকে যাক তার পদচিহ্ন। সালমা জাহান সনিয়ার প্রকাশিত কাব্যগ্রন্থ সমূহ, 'নোনাজলে চাঁদের হাসি ' 'সভ্যতার শেষ স্টেশন'