পুরুষ প্রকৃত বিচারে দুই নারীর গল্প। জমিদার কল্পবাস কন্যা দুর্বাসনা ও নায়েব দুহিতা চিত্তচপলার গল্প। ওদের গল্পে পুরুষ প্রবেশ করলেও তা ত্রিভুজ প্রেমের আখ্যান হয়ে ওঠে না কখনো। এ পুরুষের নাম সুরমাই। আন্ধারকোঠার জমিদার তনয়। জন্মান্ধ সুরমাই। অবিরাম বর্ষণে ভেসে যাওয়া তেরো নদীর ঘাট যখন সুরমাইয়ের বাড়ির ডহরে এসে পৌঁছায়, বর্ষায় আটকে পড়া দুর্বাসনা ও চিত্তচপলাকে সেখানে রাত্রি যাপন করতে হয় অনাবশ্যক আবশ্যিকতায়। সেই রাত কী স্বপ্নের ছিল অথবা সম্মোহনের নাকি প্রকৃতই ওদের জীবনে এসেছিল সেই রাত। চপলার মনের এই বিহ্বলতা স্থিতি পায় সুরমাইয়ের মনে। দুর্বাসনা মানতে পারে না চপলার প্রেম। কারণ দুর্বাসনা বিশ্বাস করে না পুরুষ প্রেমে। চপলারও বিশ্বাস ছিল একই। এ যেনো বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা চপলার। পুরুষের ভালোবাসা কেবল যৌবনের। জীবনের নয়। একসাথে যৌবন এবং জীবন কেবল একজন নারীই একজন নারীকে দিতে পারে, দুর্বাসনার এই কথাগুলো চপলা ভুলে যায়। গল্পে তখন একটা প্রশ্ন প্রকট হয়ে ওঠে দুর্বাসনার সাথে ও চপলার প্রকৃত সম্পর্কটা তাহলে কী। দুই নারীর অনামা সম্পর্কের গল্প পুরুষ পাঠ করুন। এ পুরুষ তাহারা, যারা এ পুরুষকে চেনেন না...
মাসুম রেজার জন্ম কুষ্টিয়ায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে Applied Physics & Electronics-এ স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে কর্মক্ষেত্র হিসাবে স্বতঃস্ফূর্তভাবে বেছে নেন নাট্যচর্চা ও সাহিত্য। লেখা ও অভিনয় শুরু ছাত্র জীবন থেকে, বিশিষ্ট নাট্য সংগঠন বােধন-এর মাধ্যমে মঞ্চ ও টেলিভিশন নাট্যকার হিসাবে তুমুল জনপ্রিয় । বিরসাকাব্য, নিত্যপুরাণ, সুরগাও তার উল্লেখযােগ্য মঞ্চনাটক, শতাধিক টিভি নাটকের মধ্যে রয়েছে রঙের মানুষ, ভবেরহাট ইত্যাদি। মেরিল প্রথম আলাে সমালােচক পুরস্কার, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছে তিনি।