বিশ্বব্যাপী মন্তেসরির শিশুশিক্ষা বেশ আলোচিত বিষয়। পঞ্চাশ বছরেরও বেশি সময় শিক্ষা নিয়ে কাজের অভিজ্ঞতা তাঁর। দীর্ঘদিন তিনি মেধা, নিষ্ঠা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে শিশুদের পর্যবেক্ষণ করেন । এবং এই সিদ্ধান্তে উপনীত হন যে, শিশুর শারীরিক বৃদ্ধির সঙ্গে আত্মিক, মনস্তাত্ত্বিক ও চারিত্রিক বিকাশের দিকেও বড়দের দৃষ্টি দেওয়া দরকার। সেজন্য রয়েছে কিছু পদ্ধতি ও নিয়ম। বড়রা নিজেদের ইচ্ছা শিশুদের উপর চাপিয়ে দেয়। শিশুরা ইচ্ছা বা অনিচ্ছায় সেসব গ্রহণে বাধ্য হয়। ফলে তাদের স্বাধীন বিকাশ বাধাগ্রস্ত হয়। তাদের স্বতঃস্ফূর্ততার ধারা কীভাবে শুকিয়ে যায়, সেসব খবর বড়রা রাখে না। এ কারণে তারা ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হয়ে ওঠে উশৃঙ্খল, অবাধ্য ও উগ্র। আবার অনেকে হয়ে ওঠে নিষ্প্রাণ ও নিষ্ক্রিয়। মন্তেসরি শিক্ষাজীবনের দীর্ঘ একটি সময় শিশু মনোবিদ্যা অধ্যয়ন করেন। সেসব অভিজ্ঞতার আলোকে তিনি বেশ কয়েকটি বই রচনা করেন। যেগুলো শিশুদের স্বাভাবিক জীবনবিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর রচনার মধ্যে উল্লেখযোগ্য বই দ্য সিক্রেট অব চাইল্ডহুড। বইটি অনুবাদ করেছেন অসিতবরণ ঘোষ। তিনিও শিশুশিক্ষা নিয়ে ভেবেছেন, বই লিখেছেন। অসিতবরণ নিজের শিশুশিক্ষা বিস্তারের ভাবনা কাজে লাগিয়েছেন তাঁর শিক্ষকতা পেশায়। ফলে এই বইটি হয়ে উঠেছে দুজনের যৌথ একটি প্রয়াস এবংদিকনির্দেশনামূলক ।