সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ করুণা, যিনি আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর মেয়াদি ডিগ্রি বিএসসি (পাস) কোর্সের উদ্ভিদবিজ্ঞান বিষয়ের ব্যবহারিক সিলেবাস অনুযায়ী একটি ব্যবহারিক বই রচনা করার সামর্থ দান করেছেন।ব্যবহারিক ক্লাসে উপযুক্ত বইয়ের অভাবে ছাত্রছাত্রীরা অনেক অসুবিধার সম্মুখীন হয়। কারণ ব্যবহারিক ক্লাসে যে সকল শিক্ষণীয় বস্তু থাকে তা তত্ত্বীয় বইয়ে নিখুঁতভাবে বর্ণনা করা হয় না। তাই তত্ত্বীয় ধারণা ও ব্যবহারিক ক্লাসের সাথে মিল রেখে বইখানা রচনা করার চেষ্টা করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে যথার্থ চিত্র সংযোজন করা হয়েছে। বিভিন্ন পরীক্ষণে স্থানীয়ভাবে সহজলভ্য প্রজাতিগুলোকেই নমুনা হিসেবে বেছে নেয়া হয়েছে, যা আমাদের সবাইকে বুঝতে ও শিখতে সহায়তা করবে। ব্যবহারিক ক্লাসের আগেই ছাত্র-ছাত্রীদের হাতে বইটি তুলে দেয়ার জন্য বইটির লেখা দ্রুত সম্পন্ন করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি থেকে যেতে পারে। দেশের বিভিন্ন কলেজের বিজ্ঞ সহকর্মী ক্ষমাশীল দৃষ্টিতে নেবেন ও ভুলগুলো সংশোধনসহ বইটি আরো পরিবর্তন ও সংশোধন করে যাতে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয়া যায় সে ব্যাপারে পরামর্শ দানে বাধিত করবেন। বইটি রচনা করতে গিয়ে অনেক বিজ্ঞানী ও লেখকদের বই থেকে তথ্য ছবি অকৃপণভাবে গ্রহণ করেছি। এজন্য আমি সুধী বিজ্ঞানী ও লেখকদের কাছে চিরকৃতজ্ঞ। শিক্ষকতার উপলব্ধি নিয়ে ও ছাত্র-ছাত্রীদের মন ও মানসিকতার কথা বিবেচনা করে বইটি লিখতে আমি সর্বাত্মক চেষ্টা করেছি। তবে এতে কতটা সফলতা অর্জন করেছি তার বিচারের ভার আমার প্রিয় পাঠক-পাঠিকাদের উপর ন্যস্ত রইল। বইটি অধিকতর সুন্দর ও নির্ভুল করার জন্য আমি সবার পরামর্শ ও উপদেশ কামনা করছি। শিক্ষকতার উপলব্ধি নিয়ে ও ছাত্র-ছাত্রীদের মন ও মানসিকতার কথা বিবেচনা করে বইটি লিখতে আমি সর্বাত্মক চেষ্টা করেছি। তবে এতে কতটা সফলতা অর্জন করেছি তার বিচারের ভার আমার প্রিয় পাঠক-পাঠিকাদের উপর ন্যস্ত রইল। বইটি অধিকতর সুন্দর ও নির্ভুল করার জন্য আমি সবার পরামর্শ ও উপদেশ কামনা করছি। পরিশেষে, উদ্ভিদবিজ্ঞান ছাত্র-ছাত্রীদের মেধা ও মননশীলতার সমন্বয়ের উদ্দেশ্যে অতিউৎসাহী বর্তমানে উদ্ভিদবিজ্ঞান বিষয়ক প্রকাশনীর অন্যতম প্রকাশনা সংস্থা কবির পাবলিকেশন্স-এর প্রকাশক জনাব মোঃ মাহমুদ হাসান (বিপ্লব), পরিচালক মোঃ রকিবুল হাসান (বাবু) ও মোঃ নাজমুল হাসান (বাররু) সহ প্রকাশনার সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Title
ডিগ্রি ব্যবহারিক উদ্ভিদবিজ্ঞান বিএসসি - ডিগ্রি(পাস)