পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট হাজার শুকরিয়া আদায় করছি, “প্লান্ট বায়োটেকনোলজি” নামক বইটি লিখতে পেরে এবং তা প্রকাশ হওয়ার জন্য। মূলত বইটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বছর মেয়াদি কোর্সের মাস্টার্স শেষ বর্ষের নতুন সিলেবাসের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে রচনা করা হয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উপকারে আসবে বলে আমাদের বিশ্বাস। আমাদের শিক্ষাজীবনের সকল শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর নিকট চিরকৃতজ্ঞ এবং ঋণী। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ যে কোনো সময়ে যেকোনো সমস্যা অত্যন্ত আন্তরিকতার সাথে সমাধান করে দিয়েছেন এবং সব ধরনের সহযোগিতা করেছেন, যার কারণে আমরা আজ এতদূর পর্যন্ত আসতে পেরেছি। বইটি রচনায় যে সকল দেশি ও বিদেশি বইয়ের সাহায্য নিয়েছি তাদের রচয়িতা এবং প্রকাশকদের নিকট ঋণ স্বীকার করছি। বইটি প্রকাশ করার জন্য "কবির পাবলিকেশন্স"-এর প্রকাশক মোঃ মাহমুদ হাসান (বিপ্লব), পরিচালক, মোঃ রকিবুল হাসান (বাবু) ও মোঃ নাজমুল হাসান (বাররু) এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। কারণ তাদের সর্বদা তাগিদ, উৎসাহ প্রদান ও সার্বিক আন্তরিক সহযোগিতা না হলে বইটি প্রকাশ করা সম্ভব হতো না।