হিরো আঠারো, উনিশ বা বিশ বছরের যুবক। সাদা জিন্সের প্যান্টের সাথে হালকা নীল শার্ট পাঞ্জাবী, বাদামী রঙের স্যান্ডেল আর কাঁধে বাদামী কালো রঙের মিশ্রণে তৈরি একটি চামড়ার ব্যাগ এই তার সম্বল। ধবধবে ফর্সা হালকা পাতলা শরীর তার। হিরো যেনো সবার মাঝে আলো ছড়িয়ে চলেছে। সবাই তার কর্মকান্ডে মুগ্ধ হয়, রোমাঞ্চিত হয়। তার সান্নিধ্যে যারাই আসে, তারাই ওকে নিয়ে এক ধরনের থ্রীল অনুভব করে। কেউ তাকে ভালোবাসে, কেউ তাকে ভয় পায়। অনেকে আবার ওর মতো হতে চায়। সাধারণ তার জীবন যাপন, সাধারণ মানুষের মধ্যেই তার বসবাস। প্রকৃতির সাথে অদ্ভুত এক মিল রয়েছে তাঁর। কখনো বৃষ্টি কখনো জোছনার আলো কাদা মাটির সাথে মিশে গিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যায়। আচার আচরণও তার খুবই অদ্ভুত। সবই যেন তার আগে থেকেই জানা। সবই যেনো আগে থেকেই বলে দিতে পারে। যার সান্নিধ্যেই আসে সবাই তাকে মুগ্ধ চোখে দেখে আর অবাক বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে তার বিভিন্ন কর্মকান্ড উপভোগ করে । কিন্তু তারপরেও সবাই ধীরে ধীরে বুঝতে পারে সাধারণ মানুষের মাঝে বসবাস করেও হিরো কোনো সাধারণ মানুষ নয়। সাধারণ এক হিরোর মাঝেই বাস করে অন্য এক অসাধারণ হিরো! এক অলৌকিক ক্ষমতার অধিকারী সে। সবাই হিরোর কর্মকান্ডকে অবাক চোখে দেখে আর ভাবে ছেলেটি আসলেই কে !