অস্ত্র ছাড়াও যে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা যায়, মুহাম্মদ ফারহান ইসলাম নীলের কবিতা না পড়লে সেটা জানা হতো না ৷ তরুণ কবিও লেখক মুহাম্মদ ফারহান ইসলাম নীল তার প্রতিবাদী কাব্যের মাধ্যমে যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে,স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে,অসৎ নেতার বিরুদ্ধে এবং ক্ষমতালোভী নরপিশাচদের বিরুদ্ধে ৷ তার লেখা প্রতিটি কবিতাই যেন ধারালো অস্ত্র ৷ তিনি তার লেখা কবিতায় তুলে ধরেছেন স্বৈরাচারী শাসকের অত্যাচারের কথা,খেটে খাওয়া দিনমুজুরের কথা, দেশ-প্রেমিক বেকার যুবকের কথা,ধর্ষিতা নারীর কথা,গুম হয়ে যাওয়া সাধারণ মানুষের কথা এবং একযুগ পেরিয়ে যাওয়ার পরও বিচার না পাওয়া ফেলানীর হত্যার কথা ৷ সম-সাময়িক ঘটে যাওয়া দেশের করুণ-চিত্র ফুটে উঠেছে প্রতিটি কবিতায় ৷ দেশের একজন আদর্শ নাগরিকের স্থানে নিজেকে দাঁড় করিয়ে কবিতাগুলো পাঠ করলে পাঠকের শরীর শিউরে উঠবে ৷ চোখের সামনে ভেসে উঠবে পুরো দেশের চিত্র ৷ যারা প্রতিবাদী কবিতা পছন্দ করেন তাদের " এই শহরে কেউ বেঁচে নেই " কাব্যগ্রন্থটি মন ছুঁয়ে যাবে ৷ প্রতিটি কবিতাই বারুদের মতো ভয়ংকর ৷ আমি মনে করি প্রকৃতপক্ষে প্রতিবাদী কবিতা এমনটাই হওয়া উচিৎ ৷ জিন্নাত আরা ঝিনুক ৷ শিক্ষার্থী, আলমগীর মনসুর ( মিন্টু ) মেমোরিয়াল কলেজ ময়মনসিংহ ৷