কবি সোহেল আহমেদ ফরিদ! নন্দিত সৃজন, উন্মুক্ত প্রতিভাধর একজন লেখক ও কবি-সংগঠক। তাঁর লেখায় মনোনিবেশ অস্থিমজ্জাগত, নিরাসক্ত ও নৈর্ব্যক্তিক দৃষ্টিতে প্রবহমান লাল, নীল, সাদা, কালো জীবনবিমুখী নানা রংয়ে। ‘গানের কলি’ লেখকের দ্বিতীয় একক গ্রন্থ। মানুষ যেমন অপেক্ষা আর সংগ্রাম করে বেঁচে থাকেন, লেখক তাঁর লেখার মাঝে তেমন সংগ্রামের স্বাদ পান। কখনো তিনি তাঁর লেখার মাধ্যমে জীবনের গভীরে প্রবেশ করেন, কখনো বা জীবনকে দেখেন উদবেগশূন্য দৃষ্টিতে। হাসি-কান্না, বিরহ-বিচ্ছেদ বেদনায় আহত জীবন, লেখক তাঁর লেখায় ফুটিয়ে তুলেছেন, পরাজয়ের গ্লানি ভুলে নিরলস সংগ্রাম করে বেঁচে থাকার অনুপ্রেরণা। জীবনের মূল উদ্দেশ্য বুঝে পরকালীন পাথেয় সংগ্রহের প্রণোদনা। তুলে ধরেছেন, একটু আত্মবিশ্বাস, লক্ষ্যে অটুট থাকা জীবনে অগ্রগতির সোপান। তিনি বিগলিত মনে একমাত্র আল্লাহ তায়া’লার সাহায্য কামনা করা। এবং তার কাছে নিজেকে চিরতরে সপে দেওয়া। বুঝানোর চেষ্টা করেছেন, রবের কাছে আজন্ম আত্মসমর্পণ জীবনের শ্রেষ্ঠ সফলতা। আর জে মেহেদী____✍️ কবি,গীতিকার,বাচিক শিল্পী,কথাসাহিত্যিক, "প্রতিষ্ঠাতা ও সভাপতি আরজে স্বপ্ন প্রকাশনী" সাহিত্য পরিষদ ভারত বাংলাদেশ, কবিতায় প্রথম প্রহর সাহিত্য পত্রিকা সম্পাদক, চট্টগ্রাম বাংলাদেশ ।