টোকিও শহরের জিমবোচো, বইপ্রেমীদের জন্য যেন এক টুকরো স্বর্গ। সেখানেই কোনো এক কোনায় কাঠের পুরোনো একটা দালানে হাজারো পুরোনো বইয়ে ঠাসা একটি বইয়ের দোকান রয়েছে। তিন প্রজন্ম ধরে মরিসাকি বুকশপ তার মায়ের পরিবার সামলাচ্ছে, অথচ ২৫ বছর বয়সি তাকাকো কখনোই বই পড়তে তেমন একটা পছন্দ করেনি। তার মামা সাতোরু নিজের জীবনের সবটুকু ঢেলে দিয়েছেন এই বইয়ের দোকানের জন্য৷ পাঁচ বছর আগে তার মামি মোমোকো তাকাকোর মামাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর থেকে সাতোরু মামা এই বইয়ের দোকান নিয়েই আছেন। তাকাকো যখন জানতে পারে তার প্রেমিক অন্য এক মেয়েকে বিয়ে করতে চলেছে, কিছুটা ইতস্ততভাবেই সে তার পাগলাটে মামার প্রস্তাবে রাজি হয়ে যায়। প্রস্তাবটা ছিল বইয়ের দোকানের উপরের ঘরটিতে সে বিনা ভাড়ায় থাকতে পারবে। তাকাকো তার এই নতুন জীবনের দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়েছিল, যেখানে সে একগাদা বইয়ের স্তূপের সাথে মরিসাকি বুকশপে বাস করতে যাচ্ছিল। গ্রীষ্মের শেষ হয়ে বসন্ত আসতে শুরু করেছিল, কিছুটা সময় তারা পার করে এসেছে একসাথে। আর এভাবেই তাকাকো দেখল তার মামার সাথে তার অনেক মিল আছে, যা সে প্রথম দেখায় কখনো কল্পনাও করেনি। মরিসাকি বুকশপের মাধ্যমে তারা দুইজনই জীবন, ভালোবাসা ও বই পড়ার মধ্য দিয়ে ক্ষত ভোলার শিক্ষা লাভ করেছিল।