১। প্রথম বর্ষের গণিত বিভাগের যেকোনো শিক্ষার্থীদের জ্যামিতি সম্পর্কে জানার, শেখার এবং ভাল ফলাফলের জন্য আমাদের বৈশ্লেষিক ও ভেক্টর জ্যামিতি বইটিই যথেষ্ঠ। ২। এই বইটিতে প্রতিটি অধ্যায়ের প্রথমে অধ্যায়টির গুরুত্বপূর্ণ সূত্রাবলী এবং ঐতিহাসিক পটভূমি দেওয়া হয়েছে। যা বাজারে প্রকাশিত অন্য কোনো বইয়ে নেই। ৩। বইটি নির্ভুলভাবে সংস্করণ করার চেষ্টা করা হয়েছে। ৪। পূর্বে বইটিতে যেসব গ্যাপ ছিলো তা অনিকাংশে পূরণ করা হয়েছে।নতুন করে অনেক প্রশ্ন সংযুক্ত করা হয়েছে। ৫। বইটিতে অর্থপূর্ণ এবং সহজ ভাষা ব্যবহার করা হয়েছে। ৬। বইটিতে ২০২১ সালের প্রশ্নসহ বিগত ১২ সালের প্রশ্নের সমাধান করা আছে। ৭। বইটিতে অনার্সের পাশাপাশি ডিগ্রী (১ম বর্ষ) এর ২০২০ সালের প্রশ্নসহ বিগত ৬ সালের প্রশ্নের সমাধান করা আছে। ৮। বইয়ের প্রতিটা ক্যালকুলেশন বিস্তারিতভাবে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে যেন শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে। ৯। বইটির প্রতিটি অধ্যায়ের প্রশ্নগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। যে প্রশ্নগুলো বিভিন্ন সালে বিভিন্নভাবে এসেছে সে প্রশ্নগুলি ‘অথবা’ আকারে সাজিয়ে দেওয়া হয়েছে। আশা করি বৈশ্লেষিক ও ভেক্টর জ্যামিতি বইটি শিক্ষার্থীদের জন্য সফলতা বয়ে আনবে। আর তারা যদি বইটি পড়ে উপকৃত হয় তাহলে আমাদের প্রয়াস সার্থক হবে।