তুমি ক্লান্ত ঠোঁটে বলবে যখন ‘ঘুমচোর, নেশাচোর বড্ড রকম প্রেমচোর খুব বেশি নেশা লাগে তোমাকে...।’ আমি বুঝব তখন খুব বেশি ভালোবাস আমাকে। প্রেম-ভালোবাসা প্রাকৃতিক। মানবজীবনে প্রেম আসবেই, ভালোবাসা আসবেই। প্রেম, আনন্দসুখ, শোক, বিরহ, বিচ্ছেদ এসবের সমষ্টিগত এক মধুর নাম হলো ভালোবাসা। ভালোবাসার স্বাদ, রং, ঢং, অনুভব- বিচিত্র, বহুরূপী। ভালোবাসার রং পানির মতোই। যে পাত্রে রাখা যাবে সেই পাত্রের রং ধারণ করবে। ভালোবাসা ঐশ্বর্য। ভালোবাসা অসীম। ভালোবাসা মানে ভালোলাগা। ভালোলাগা মানুষের হুদয়-মন গভীরে ছুঁয়ে যাওয়ার নাম ভালোবাসা। সময়-অসময়, বেলা-অববেলায় পরস্পরকে শেয়ার করা, পরম আদরে যত্ন করার নাম ভালোবাসা। ভালোবাসার চরিত্র প্রেমিক-প্রেমিকার দুই দেহ এক মন। প্রেম- ভালোবাসার পরিশিষ্ট নাম হৃদয়ক্ষরণ। সমসময় ও সমজীবনের প্রেম-ভালোবাসার আনন্দসুখ, শোক, বিরহ, বিচ্ছেদ যাপনের বলা না বলা কথামালার একটি রোমান্টিক কাব্যগ্রন্থ ‘প্রেমকাব্যের পাÐুলিপি’। তোমার দু’চোখে আমি দেখেছি যত ঢেউ বলতে পারবে না কেউ অত ঢেউ দেখেছি আমি বঙ্গোপসাগরেও। সকল প্রেমিক-প্রেমিকা, প্রাক্তনসহ পাঠকের হৃদয়ে শিহরণ তুলুক, ঝড় তুলুক অবিরাম...