আশরাফ আলী চারু একজন সব্যসাচী লেখক। তবে তিনি শিশুকিশোরদের লেখক হিসেবে সুনাম কুড়াতে সবচেয়ে বেশি সক্ষম হয়েছেন। তাঁর লেখা শিশুকিশোর গল্পের বই অসমীয়া ভাষায় অনূদিত হয়ে দেশের সীমানা পেরিয়ে আসামে প্রকাশ হয়েছে। ‘অচিনপুরের গল্পের ঝুলি’ নামের আরেকটি শিশুকিশোর গল্পের বই প্রকাশ হয়েছে কলকাতা থেকে। দেশি-বিদেশি জাতীয় দৈনিকসহ বিভিন্ন পত্রিকার শিশুতোষ পাতাগুলিতে তিনি নিয়মিত লেখছেন। তিনি ছড়াকার হিসেবেও ব্যাপক সমাদৃত। ‘উতং ভ‚তং ভ‚তের ছানা’ বইয়ের গল্পগুলোতে রয়েছে নবজাগরণের ডাক, আনন্দ, অ্যাডভেঞ্চার, দর্শন, বিশ্বাস, অলৌকিকতা, আস্থা, নীতিকথা ও সৃজনশীলতা বিকাশের নিদর্শন। বইয়ের প্রায় প্রতিটি গল্পেই কোনো না কোনোভাবে ভ‚তের স্বরূপ ও কুকীর্তির বর্ণনা রয়েছে। হিংসাত্মক কুকীর্তি বর্ণনা করতে গিয়ে অনেক চরিত্রকে ভ‚তের সাথে তুলনা করা হয়েছে। ভৌতিক ঘটনাক্রমে শিশুকিশোরদের জন্য রয়েছে অনাবিল আনন্দ ও হাসির উচ্ছাস। বইটি পাঠের মাধ্যমে শিশু- কিশোরদের মেধা-মনন বিকাশে প্রকাশ ঘটবেই। এই বইটি লেখকের প্রকাশিত তেরোতম বই এবং শিশুকিশোর গল্পের বই হিসেবে পঞ্চম। এই ধরনের বই রচনার জন্য লেখককে আমি অভিনন্দন ও সাধুবাদ জানাই। - প্রকাশক