"বাংলার নারী সংগ্রামের ইতিহাস" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ ইতিহাস জানায় নারীর দাসত্ব শুরু হয়েছে দাস প্রথারও পূর্বে। আর ক্রমশ এই দমননীতি একটি ভাবাদর্শের রূপ পরিগ্রহ করেছে। একে প্রাকৃতিক বা ঈশ্বর প্রদত্ত বলে মহিমান্বিত করা হয়েছে। সারা বিশ্ব জুড়ে হাজার বছর ধরে এর বিরুদ্ধে নারীর বন্ধন মুক্তির বহুমাত্রিক প্রয়াস অবশেষে ইতিহাসের এই ভ্রান্তিমােচনে নতুন এক মূলপর্বের সূচনা করেছে। একা সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী এই উপমহাদেশের নারীরাও সেই মহৎ ঐতিহ্যের সংগ্রামী ধারায় সিক্ত হয়েছে। সমাজ প্রগতির স্রোতে নির্ধিধায় অবগাহন করেছে। অন্তঃপুরের অন্ধকার গৃহকোণ থেকে আলােকিত রাজপথ অবধি প্রসারিত ছিল বাংলার নারী সংগ্রামীদের দীপ্ত পদচারণা। যদিও পুরুষরাই ‘ইতিহাস সৃষ্টি করে'- অতীত পূজার এই প্রবল দাপটে ঢাকা পড়ে গেছে এসব নারীদের কথা। ইতিহাসে অনুচ্চারিত সংগ্রামী নারীদের সেই ইতিহাসকে বিস্মৃতির অন্ধকার থেকে বর্তমানের আলােয় উদ্ভাসিত করা হয়েছে অদিতি ফাল্গুনীর এই গবেষণাগ্রন্থটিতে। একদিকে এ গ্রন্থ যেমন আজ নারীমুক্তির প্রশ্নে নানান ভ্রান্ত পথের প্রলােভন থেকে মুক্ত থাকার আত্মিক শক্তি যােগাবে, অন্যদিকে তেমনি তা স্বীয় ঐতিহ্যের পুষ্টিতে পরিপুষ্ট হয়ে আমাদের দেশের নারীমুক্তির নিজস্ব পথটিকেও চিনে নিতে সাহায্য করবে।