উত্তর-আধুনিক এবং উত্তর-ঔপনিবেশক আফ্রিকার লেখকদের মধ্যে নাইজেরিয়ার লেখক বেন ওকরি (বেন গোল্ডেন এমুওবোহো ওকরি) অন্যতম। একাধারে তিনি একজন ঔপন্যাসিক, গল্পকার, কবি, প্রাবন্ধিক, নাট্যকার, চলচ্চিত্র-স্ক্রিপ্ট লেখক এবং সাংস্কৃতিক কর্মী। মাত্র একুশ বছর বয়সে তার প্রথম উপন্যাস ফ্লাওয়ার্স অ্যান্ড শ্যাডোস (১৯৮০) এবং দুবছর পরে দ্বিতীয় উপন্যাস দ্য ল্যান্ডস্কেপস উইদিন (১৯৮২) প্রকাশিত হয়। তার পাঠকনন্দিত উপন্যাস দ্য ফ্যামিশড রোড-এর জন্য তিনি ১৯৯১ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন। তার প্রথম গল্প সংকলন ইনসিডেন্টস্ অ্যাট দ্য শ্রাইন ১৯৮৬ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে তিনি একাধিক গল্পগ্রন্থ প্রকাশ করেন। বেন ওকরির শ্রেষ্ঠ গল্প সংকলনে রয়েছে এগারোজন অনুবাদকের বাছাই করা কুড়িটি গল্প। উনিশটি গল্প লেখকের পাঁচটি গ্রন্থ (ইনসিডেন্টস্ অ্যাট দ্য শ্রাইন, ১৯৮৬; স্টারস্ অব দ্য নিউ কার্ফ্যু, ১৯৮৮; টেইলস্ অব ফ্রিডম, ২০০৯; প্রেয়ার ফর দ্য লিভিং, ২০১৯ এবং টাইগার ওয়ার্ক : পোয়েমস্, স্টোরিজ অ্যান্ড এসেইজ অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, ২০২৩) এবং একটি গল্প দ্য আটলান্টিক ম্যাগাজিন থেকে নেওয়া হয়েছে। অনূদিত গল্পগুলো সাজানো হয়েছে লেখকের গল্পগ্রন্থের প্রকাশকাল অনুযায়ী। বেন ওকরির শ্রেষ্ঠ গল্প গ্রন্থের শুরুতে সূচনা পর্বে রয়েছে লেখকের জীবন ও সাহিত্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং বাছাই করা কয়েকটি গল্পের অতি সংক্ষেপ আলোচনা। এছাড়া পাঠকের সুবিধার্থে প্রতিটি ছোটগল্প সংকলনে অন্তর্ভুক্ত গল্পের আগে গ্রন্থের সংক্ষিপ্ত পরিচিত এবং উল্লেখযোগ্য তথ্য সন্নিবেশিত হয়েছে।
ফজল হাসান সাহিত্যিক ছদ্মনাম। পােষাকী পরিচয় ড. আফজল হােসেন। মৌলিক ছােটগল্প, অনুবাদসাহিত্য এবং ছড়া রচনায় তিনি ইতােমধ্যে পারঙ্গমতা প্রদর্শন করেছেন। ঢাকার বিভিন্ন পত্র-পত্রিকার নিয়মিত সাহিত্য সাময়িকী ও বিশেষ সংখ্যায় এবং সাপ্তাহিক, পাক্ষিক ও দেশ-বিদেশের বিভিন্ন অনলাইন ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হচ্ছে তার মৌলিক এবং অনুবাদ গল্প । এ পর্যন্ত তিনটি মৌলিক ছােটগল্প এবং পাচটি অনুবাদ গল্পের সংকলন প্রকাশিত হয়েছে। তিনি বাংলামাটি অনলাইন ম্যাগাজিনে অস্ট্রেলিয়ার চিঠি শিরােনামে নিয়মিত কলাম লিখছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসাবে ২০০৬ সালে পেয়েছেন প্রিয় অস্ট্রেলিয়া থেকে ‘প্রিয় লেখক পুরস্কার এবং ২০১০ সালে। ‘বাসভূমি’র পাঁচ বছর পূর্তি উপলক্ষে পেয়েছেন বাসভূমি পুরস্কার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে প্রথম শ্রেণীতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি লাভ করার পর ফরেস্ট্রিতে। ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। বর্তমানে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং সপরিবারে বসবাস করছেন ক্যানবেরায়।