জানাযা নামাজের নিয়ম : ১. প্রথম তাকবীরের পর ছানা পড়া। ২. দ্বিতীয় তাকবীরের পর দরূদ শরীফ পড়া। ৩. তৃতীয় তাকবীরের পর জানাজার দোয়া পড়া। ৪. চতুর্থ তাকবীরের পর সালাম ফিরানো। অত:পর মুস্তাহাব ও নফল ইবাদত সমূহ যেমন: ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরূদ শরীফ, ক্বিয়াম শরীফ ও সম্মিলিত মুনাজাত।
জানাজার নামাজের নিয়্যত: نَوَيْتُ اَنْ اُؤَدِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ تَكْبِيْرَاتِ صَلَوةِ الْجَنَا زَةِ فَرْضَ الْكِفَايَةِ وَالثَّنَا ءُ لِلَّهِ تَعَا لَى وَالصَّلَوةُ عَلَى النَّبِىِّ وَالدُّعَا ءُلِهَذَا الْمَيِّتِ اِقْتِدَتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণ: নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তায়ালা আরবাআ তাকবীরতি ছলাতিল জানাজাতি ফারজাল কিফায়াতি আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছলাতু আলান্নাবীয়্যে ওয়াদ্দোয়াউ লিহাযাল মাইয়্যেতি এক্বতিদাতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা‘বাতিশ্ শারীফাতি, আল্লাহু আকবার।
বি:দ্র: উপরোক্ত নিয়্যতে পুরুষ/ছেলে হলে বলবে “লিহাযাল মাইয়্যেতি” এবং নারী/মেয়ে হলে বলবে “লিহাযিহিল মাইয়্যেতি” আর যদি নিজেই ইমামতি করেন তাহলে বলবে- أَنَا إِمَامٌ لِمَنْ حَضَرَ وَمَنْ يَّحْضُرُ “আনা ইমামুল লিমান হাযার ওয়া মাই ইয়াহযুর” পড়তে হবে।
ছানা: سُبْحَا نَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَا لَى جَدُّكَ وَجَلَّ ثَنَاءُكَ وَلَا اِلَهَ غَيْرُكَ
উচ্চারণ: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবার কাসমুকা ওয়া তায়ালা জাদ্দুকা, ওয়া জাল্লা শানাউকা ওয়া লা ইলাহা গইরুক।
দরূদ শরীফ: اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّ عَلٰى اٰلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ – اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّ عَلٰى اٰلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى اِبْرَا هِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
উচ্চারণ: আল্লাহুমা ছল্লি আলা সায়্যিদিনা মুহাম্মাদিও ওয়া আলা আলি সায়্যিদিনা মুহাম্মাদ, কামা ছল্লাইতা আলা ইব্ররহীমা ওয়া আলা আলি ইব্ররহীম, ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুমা বারিক আলা সায়্যিদিনা মুহাম্মাদিও ওয়া আলা আলি সায়্যিদিনা মুহাম্মদ, কামা বারকতা আলা ইব্ররহীমা ওয়া আলা আলি ইব্ররহীম, ইন্নাকা হামিদুম মাজীদ।
জানাজার দোয়া: للَّهُمَّ اغْفِرْلِحَيِّنَاوَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَا نَا اَللَّهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الْاِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَىالَايمَانِ بِرَحْمَتِكَ يَاَارْ حَمَالرَّحِمِيْمَ
উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গয়্যিবিনা ওয়া ছগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উংশানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলামি ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আর হামার রহীমিন।
লাশ যদি নাবালক ছেলে হয় তবে নিচের দোয়াটি পড়তে হবে: اَللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرْطًاوْ اَجْعَلْهُ لَنَا اَجْرً اوَذُخْرًا وَاجْعَلْهُ لَنَا شَا فِعًة وَمُشَفَّعًا
উচ্চারণ: আল্লাহুম্মাজ আলহুলানা ফারতাঁও ওয়াজ আলহুলানা আজরাও ওয়া যুখরাঁও ওয়াজ আলহুলানা শাফিয়ান ওয়া মুশাফ্ফায়ান।
আর যদি লাশ নাবালক মেয়ে হয় তবে নিচের দোয়াটি পড়তে হবে: اَللَّهُمَّ اجْعَلْهَ لَنَا فَرْطًا وَاجْعَلْهَ لَنَا اَجْرً اوَذُخْرًا وَاجْعَلْهَ لَنَا شَا فِعً وَمُشَفَّعًا
উচ্চারণ: আল্লাহুম্মাজ আলহা লানা ফারতাও ওয়াজ আলহা লানা আজরন ওয়া যুখরন ওয়াজ আলহা লানা শাফিয়ান ওয়া মুশাফ্ফায়ান।
জানাজার নামাজের ফযিলত: হাদিস শরীফ: عَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ شَهِدَ الجَنَازَةَ حَتَّى يُصَلَّى عَلَيْهَا، فَلَهُ قِيراطٌ، وَمَنْ شَهِدَهَا حَتَّى تُدْفَنَ، فَلَهُ قِيرَاطَانِ قِيلَ: وَمَا القِيرَاطانِ ؟ قَالَ: مِثْلُ الجَبَلَيْنِ العَظِيمَيْنِ. متفقٌ عَلَيْهِ অনুবাদ: হযরত আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমানের জানাজার নামাজ পড়া পর্যন্ত উপস্থতি থাকবে, তার জন্য এক ক্বীরাত্ব সওয়াব রয়েছে। আর যে ব্যক্তি দাফন করা পর্যন্ত উপস্থতি থাকবে, তার জন্য দুই ক্বীরাত সওয়াব রয়েছে।’’ জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই ক্বীরাতের পরিমাণ কতটুকু?’ তিনি বললেন, দুই বড় পাহাড়ের সমান।’’ [বুখারি ৪৭, ১৩২৪, ১৩২৫, মুসলিম ৯৪৫, তিরমীজি ১০৪০, নাসায়ি ১৯৯৪, থেকে ১৯৯৭, ৫০৩২, আবু দাউদ ৩১৬৮,ইবনে মাজাহ ১৫৩৯, আহমদ ৪৪৩৯, ৭১৪৮, ৭৩০৬, ৭৬৩৩, ৭৭১৮, ৮০৬৬, ৮৭৮৯, ১০৪৯]