উদ্যোক্তাবৃত্তি সংক্রান্ত দেশের সাম্প্রতিক ধারার আলোচনায় নিজেদের অভ্যন্তরীণ সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনা নিয়ে কথা বলার চেয়ে অন্যান্য দেশের খ্যাতিমান উদ্যোক্তাদের বিষয়ে অধিকতর উচ্চকণ্ঠ হওয়ার একটি প্রবণতা খুবই লক্ষ্যণীয়। আর সেসব আলোচনায় ঐসব উদ্যোক্তারা কে কবে কোথায় কোন প্রাক্তনী মঞ্চে দাঁড়িয়ে তাঁদের অনুজদের উদ্দেশ্যে কী বলেছেন সেগুলো যতোটা গুরুত্ব পাচ্ছে, সে তুলনায় তাঁদের কর্মপদ্ধতি, কার্যকৌশল ও পেশাগত কর্মধারা সামনে ওঠে আসছে খুবই সামান্য। আর এরূপ একটি অগভীর প্রবণতার বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশের পরিশ্রমী, ধৈর্যশীল, ন্যায়বান এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বোধসম্পন্ন সাহসী উদ্যাক্তাদের যুদ্ধ ও সংগ্রামের নানা বীরত্বপূর্ণ ঘটনা ও তথ্যকে সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই 'সংগ্রামী উদ্যোক্তাদের সাহসী পথচলা' শীর্ষক এ গ্রন্থটি প্রকাশিত হলো। সে ক্ষেত্রে বলাই বাহুল্য যে, এতে অন্তর্ভুক্ত সংগ্রামী উদ্যোক্তারা যেকোনো বিবেচনাতেই আমাদের সকলের জন্য শুধু নমস্যই নন-- অনুকরণীয়ও বটে। ফলে এরূপ অনুকরণীয় মানুষদের জীবনগাঁথা নিয়ে প্রণীত এ গ্রন্থটি বস্তুতই বাংলাদেশের উদ্যোক্তাবৃত্তি সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে নতুন মাত্রা সংযোজনে সক্ষম হবে বলে আশা করা যায়।