“স্বপ্ন ছোঁয়া” কাব্যগ্রন্থটি কবি রাজিয়া সুলতানা (শিম্মা)-এর প্রথম একক কাব্যগ্রন্থ। তিনি যে আপাদমস্তক একজন কবি, সেটা আর নতুন করে বলতে হবে না। তিনি বহুদিন ধরে কবিতা লিখছেন। বই প্রকাশ করার প্রয়াস সব সময় মনে পোষণ করেছেন, কিন্তু সময় হয়ে ওঠেনি। আজ সেই মনের স্বপ্ন বাস্তব হয়ে ধরা দিয়েছে হৃদয়ের কোণে। মাতৃভূমির প্রতি কবির অসীম ভালোবাসা ও গভীর মমত্ববোধ দেখা যায় তাঁর কবিতায়। এ ছাড়াও প্রেম, ভালোবাসা ও তারুণ্য যেমন আছে কবিতায়, তেমনি হতাশা, ব্যর্থতার গ্লানি এবং শোষিত বঞ্চিত জনতার স্লোগানমুখর হাতিয়ার হিসেবে ধরা দিয়েছে কবিতা। কবি কখনো ছুটে চলে যান তাঁর দুরন্ত শৈশবে, কখনো আবার অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হিসেবে নিজেকে খুঁজে পান তরতাজা যুবকের মতো। কবি তাঁর লেখার স্বতন্ত্র ও মৌলিকতার জন্য আজীবন পাঠকের মনে স্থান করে নেবেন। বাংলাসাহিত্য আরও বেশি সমৃদ্ধ করতে অবদান রাখবেন। এটা আমার বিশ্বাস। 'স্বপ্ন ছোঁয়া' বইটি পাঠক মনে দোলা দেবে, পাঠকের মনকে আলোড়িত করতে সক্ষম হবে। পাঠকের অনুপ্রেরণা যত পাবে ততই কবি আরও বেশি লেখার শক্তি পাবে। কবির জন্য শুভকামনা। আবুল খায়ের, কবি ও কলামিস্ট “স্বপ্ন ছোঁয়া” কাব্যগ্রন্থটি কবি রাজিয়া সুলতানা (শিম্মা)-এর প্রথম একক কাব্যগ্রন্থ। তিনি যে আপাদমস্তক একজন কবি, সেটা আর নতুন করে বলতে হবে না। তিনি বহুদিন ধরে কবিতা লিখছেন। বই প্রকাশ করার প্রয়াস সব সময় মনে পোষণ করেছেন, কিন্তু সময় হয়ে ওঠেনি। আজ সেই মনের স্বপ্ন বাস্তব হয়ে ধরা দিয়েছে হৃদয়ের কোণে। মাতৃভূমির প্রতি কবির অসীম ভালোবাসা ও গভীর মমত্ববোধ দেখা যায় তাঁর কবিতায়। এ ছাড়াও প্রেম, ভালোবাসা ও তারুণ্য যেমন আছে কবিতায়, তেমনি হতাশা, ব্যর্থতার গ্লানি এবং শোষিত বঞ্চিত জনতার স্লোগানমুখর হাতিয়ার হিসেবে ধরা দিয়েছে কবিতা। কবি কখনো ছুটে চলে যান তাঁর দুরন্ত শৈশবে, কখনো আবার অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হিসেবে নিজেকে খুঁজে পান তরতাজা যুবকের মতো। কবি তাঁর লেখার স্বতন্ত্র ও মৌলিকতার জন্য আজীবন পাঠকের মনে স্থান করে নেবেন। বাংলাসাহিত্য আরও বেশি সমৃদ্ধ করতে অবদান রাখবেন। এটা আমার বিশ্বাস। 'স্বপ্ন ছোঁয়া' বইটি পাঠক মনে দোলা দেবে, পাঠকের মনকে আলোড়িত করতে সক্ষম হবে। পাঠকের অনুপ্রেরণা যত পাবে ততই কবি আরও বেশি লেখার শক্তি পাবে। কবির জন্য শুভকামনা। আবুল খায়ের, কবি ও কলামিস্ট