আমার প্রথম প্রকাশিত বই ‘কবিতা এবং উপলব্ধি’। পত্রপত্রিকা আর বই পড়া ছিল আমার নেশা। ৩য় শ্রেণির ছাত্র থাকাকালীন আমার বই পড়ার নেশা গড়ে ওঠে আমার বড় ভাই মোঃ আবু তাহের ঢালীর মাধ্যমে। তিনি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ভাড়ায় বিভিন্ন বই পড়তেন। এমনি করে তার কাছ থেকে পড়তে পড়তে এক সময় আমারও লেখার ইচ্ছে জাগ্রত হয়। বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার পাঠক কলামে লিখতে শুরু করি। ১৯৮৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ জাহাঙ্গীর আলমের সংস্পর্শে এসে কবিতা আবৃত্তি ও কবিতা লেখার প্রতি আগ্রহী হয়ে উঠি। ফেসবুকের জগতে এসে নানা বিষয়ে লেখালেখি করি। এরমধ্যে কবিতা অন্যতম। আমার বেশির ভাগ লেখা কবিতাগুলো অনৈতিকতা, অন্যায়, তোষামোদ, মিথ্যা এবং কথায় ও কাজে অমিল ইত্যাদির বিরুদ্ধে। তাই আমার এই বইতে প্রকাশিত প্রতিটি কবিতা গভীরভাবে উপলব্ধি করার বিষয়। আর এজন্যই গ্রন্থটির নামকরণ করা হয়েছে ‘কবিতা এবং উপলব্ধি’। এ.এইচ প্রকাশনীর স্বত্বাধিকারী গীতিকার, সুরকার, গায়ক, কবি ও লেখক জনাব আবুল হাশেম ও আমি দুজনে মিলে এই নামটি পছন্দ করি। আমি মূলতঃ কবিতা লিখি মনের তৃপ্তির জন্য। কবি খ্যাতি পাওয়ার জন্য নয়। আমার লেখা কবিতাগুলো পড়ে যদি একজন পাঠকও সৎ পথে, ভালো পথে ফিরে আসে এবং দেশ, জাতি ও সমাজের কোনো ভালো কাজে উদ্বুদ্ধ হয়, তাহলে এতেই আমার স্বার্থকতা। হয়তো এটা আমার নাজাতের কারণও হতে পারে। আশা করছি বইটি সুখপাঠ্য হবে। সবশেষে অনেক অনেক শুভকামনা ও আন্তরিক শুভেচ্ছা জানাই প্রকাশক জনাব আবুল হাশেমকে। সকলকে অনেক ধন্যবাদ। কবি আব্দুল হালিম ইবনে জালাল