কলেজ জীবনে টুকিটাকি লেখা হতো। প্রায় ৩০ বছর আগের কথা হবে এটি। মনের গহীনের অনুভূতি গুলি কলমের খোচায় কাগজের পাতায় প্রাণ পেত তখন। বন্ধুদের বাহবায় আপ্লুত হতাম। গাঁয়ের চার সীমানায় কেন্দ্রিভুত ছিল আমার এই বাহাদুরি। শহরে আসার পর জীবন হয়ে উঠলো লড়াইয়ের। টিকে থাকার। ব্যস্ততার। অনুভব বা অনুভূতি গুলি মুখ থুবড়ে অন্তরেই পরে রইলো। ভাষা হারিয়ে ফেললো। ভাব আর প্রকাশিত হল না। কলম থাকতো বুক পকেটে অসহায়ের মত দাঁড়িয়ে। হাতের মুঠোয় ঝুলতো খাতার পাতা। অনুভুতির কথা লিখতে গিয়ে খাতা-কলম কে কখনোই আর এক করতে পারিনি। অথচ জীবনের হিসাব লিখতে লিখতে কত শত খাতা যে শেষ করেছি। কত শত কলমের কালি যে ফুরিয়েছি তার ইয়াত্ত্বা নেই। লেখাপড়া, টিউশনি,চাকুরী, সংসার সব মিলিয়ে জীবনের বিশাল এক্টা অংশ চোখের পলকে কেটে গেছে। পঞ্চাশের এই দারপ্রান্তে এসে পেলাম ব্যাচমেটদের ভার্চুয়াল জগত। অন্তরে দোলা লাগালো এসএসসি ৮৯।৯১ এইচএসসি। স্কুল এবং কলেজ জীবনের খাটি মোহে পরিপূর্ণ এই প্লাটফর্ম। পুরাই মায়াবী হাতছানি। ফিরে পেলাম শৈশব কৈশোরের স্মৃতি। সেই দুরন্তপনা। নানাবিধ কর্মে স্বেচ্ছায় গা ভাসালাম এখানে। পেলাম মনের মত বন্ধু। অনলাইন ভিত্তিক এই প্লাটফর্ম বসন্তের কোকিলার কুহুতানে ঘুমন্ত মন কে: আবার জাগিয়ে তুললো। গ্রুপের লেখক, কবি, সাহিত্যিকদের অসাধারণ এবং চমৎকার সব লেখার অদৃশ্য ছোঁয়ায়: লুপ্ত সুপ্ত অনুভূতি গুলি দীর্ঘ সময় পর নতুন জীবন ফিরে পেল। গ্রুপের কবি বন্ধুদের জাদুকরী লাঠির অনন্য পরশে আড়ষ্ট মন: উজ্জীবিত হয়ে উঠলো। কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা। শুধুই: কৃতজ্ঞতা। : রোদসী আমার সাধনা। আমার ধ্যান মগ্নতার ফসল। কবিতা লিখাতে উৎসাহ উদ্দিপনা প্রদানকারী ছায়া বন্ধুদের প্রতি অন্তরের অন্তস্থল হতে কৃতজ্ঞতা।বইটি প্রকাশে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাচ্ছি প্রানের গ্রুপ কে। গ্রুপ প্রণেতাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। ভালবাসি তোমাকে। ভালবাসি তোমাদের। ভালবাসি এসএসসি ৮৯।৯১ এইচএসসি।: আমার এই ‘রোদসী’ বইটিতে বয়েছে, নতুন নতুন কিছু শব্দ চয়ন, ভালোবাসা, বিরহ-বেদনা, কষ্ট, আশীর্বাদ এবং বাবা - মা, সন্তান, বন্ধু, এমনকি প্রিয় মানুষটির জন্য ভালোবাসা সংবলিত কিছু কবিতা। কবিতাগুলো অন্তমিল ও ছন্দময়ে লেখা। যেমন - ককখক, কখগখ, ককখখ। প্রতিটি কবিতার পটভূমি ও কিছু শব্দের অর্থ দেওয়া আছে।: আমি লেখক নই,আমি কবিও নই,আমি আপনাদের মাঝে একেবারেই নতুন, আমি শিখতে এসেছি।যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে, অনুরোধ রইলো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কবিতাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের হৃদয়কে আলোড়িত করে তাহলে আমার লেখা সার্থক হবে, সেই সাথে নতুনত্বের সন্ধানে পাড়ি দিবো লেখার জগতে - ইনশাল্লাহ। তাই সম্মানিত পাঠকবৃন্দ বইটির ভালোমন্দ মূল্যায়ন করা আপনাদের উপর ছেড়ে দিলাম।