গদ্য যখন কাগজের টুকরো, কবিতা তখন স্বর্ণমুদ্রা। সুফি আকবরের যাপিত জীবনের মিউজিয়াম—একটি ঝকঝকে গদ্যভাষার ফুটফুটে কবিতাগ্রন্থ। কবির চতুর্থ কাব্যশস্যাগার। যদি মেনে নেয়া যায় ‘কবিতা হচ্ছে মানবমনের বিশ্বজনীন শিল্প চেতনায় শান দেওয়া পাথরখণ্ড’ তাহলে দু—চারটি কবিতা এখানে সুলভ। মননে, চেতনায় একজন আধুনিক কবির শিল্পভাষ্য হিসেবে গ্রন্থটি উজ্জ্বলতায় ভরপুর। মানবপ্রেম—ভালোবাসার চোরাস্রোত বইটির অনন্যতার সাক্ষ্য বহন করছে। সহজ প্রকাশ, চঞ্চল ভাষাতরঙ্গ পাঠককুলের মনে বুদ্বুদ জাগাবেই। একজন অত্যাধুনিক কবির চেতনাপোমা কত সুন্দর হতে পারে—তুমি ব্যস্ততায় ডুবে আছ/ আমি ডুবে আছি তোমার চায়ের কাপে বিস্কুটের মতো। কবি তার প্রজন্মের শিক্ষকও বটে। প্রমাণ ‘পরিবর্তন’ কবিতাটি। চিরন্তনতা বড়ো কবিদের আরাধ্য। এই কবির সাবলিমিটি বা উচ্চতার পিরামিড তার ‘আমল’ কবিতাটি—আমি বাগান পুষতে চাইলাম / কেউ একজন বললেন— ফুল ঝরে যায় / এরপর আমি পাখি পুষতে চাইলাম/ কেউ একজন বললেন—পাখি উড়ে যায় /... অতঃপর আমি আমল পুষি। উনচল্লিশটি কবিতার এ বাগান অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় শিল্পকানন। এতে নবীন প্রবীন তাবৎ পাঠককুলের জন্য রয়েছে রুচিশীল রকমারি। দ্বিচারিতা তুমি ব্যস্ততায় ডুবে আছো— আমি ডুবে আছি তোমার চায়ের কাপে বিস্কুটের মতো আমাকে গিলে খাওয়া ব্যতীত, তোমার আর কোনো পথ নেই আমাকে ফেলে দেওয়া ব্যতীত, তোমার আর কোনো পথ নেই আমাকে গিলে খাও, নয় ফেলে দাও যাই করো, তুমি আমাকে হারাচ্ছো