বিভক্তির সাতকাহন আমার প্রবাস জীবনের এক চর্বিত স্মৃতিচারণ। তিন অধ্যায়ে সমাপ্ত এ-গ্রন্থটির প্রথম অধ্যায় গ্রন্থের নাম শিরোনামে প্রকাশিত ধারাবাহিকের কিছুটা পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ। আর পরবর্তী অধ্যায়টিতে স্থান পেয়েছে সমসাময়িক প্রকাশিত কিছু নিবন্ধ – যা মূল গ্রন্থটির ভাব-ধারণাকে ঠিক রেখেই নির্বাচিত। আর শেষ অধ্যায়ে আরো কিছু স্মৃতিচারণ । বিভক্তির সাতকাহনের প্রায় সব লেখাগুলোই বিভিন্ন সময়ে কয়েকটি ই-ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে প্রায় বছরাধিক সময় ধরে। এখন রচনাগুলোই বই আকারে পুনর্প্রকাশের সময় সে পত্রিকাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো আবশ্যিক মনে করছি। বিশেষত কয়েকটি পত্রিকার কথা উল্লেখ না করলেই নয় – ১. বাঙালি নাস্তিক, অজ্ঞেয়বাদী, সংশয়বাদী, ফ্রিথিংকার, মুক্তবাদী এবং মানবতাবাদীদের আন্তর্জাতিক সমাবেশ মুক্ত-মনা (www.mukto-mona.com), ২. অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত এক সমৃদ্ধ আন্তর্জাতিক পত্রিকা বাসভূমি (www.basbhumi.com), ৩. ইউরোপ থেকে প্রকাশিত আলোকিত সম্পাদনা সাতরং (www.satrong.org)। এ সমস্ত পত্রিকা-সংশ্লিষ্ট সবাইকে এবং রচনাগুলো ধারাবাহিকভাবে প্রকাশের পর যাঁদের অসংখ্য ই-মেইল আমাকে পরবর্তী লেখাগুলো লিখতে অনুপ্রেরণাই শুধু জোগায়নি, বরং জুগিয়েছে সাহস ও ভরসা – তাঁদের সবাইকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। পরিশেষে, বিভক্তির সাতকাহন বিভক্ত বাঙালির বিভক্তির পুঁথি মনে না-করে প্রগতিশীল মানুষদের একতার পাঁচালি মনে করলেই সার্থক হবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।