মানুষের সাথে মানুষের সম্পর্ক স্থাপন ও ভ্রাতৃত্বের অন্যতম মাধ্যম হচ্ছে সাহিত্য। সাহিত্য সৃজনশীল আকারে প্রকাশ করা হয় বলে একে শিল্প হিসাবে ধরা হয়। মানুষের মনের ভাবকে একমাত্র সাহিত্যের মাধ্যমে শিল্প হিসাবে প্রকাশ করা সম্ভব। সাহিত্যের বড়ো একটি অংশ হচ্ছে কবিতা। কবিতার মাধ্যমে কবি তার মনের ভাব অনুভূতি, উপলব্ধি ও চিন্তাকে সংক্ষেপে উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্পের সাহায্যে উদ্ভাসিত করে এবং শব্দের ছন্দোয়িত ব্যবহারে সুমধুর শ্রম্নতি যোগ্যতা যুক্ত করে। কবিতা সত্য ও সুন্দরের সাধনা। এই সূত্র ধরেই সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই দুই বাংলার পঞ্চাশ জন কবিদের কবিতা নিয়ে দুই মলাটের মধ্যে রেখে শিল্প সাহিত্যের ছোটোকাগজ ‘লেখাপত্র’ নামে কবিতাসংখ্যা দিয়ে সূচনাসংখ্যা প্রকাশ করার উদ্যোগ নিয়েছি। সেই সুবাধে লেখার জন্য এই সময়ের খ্যাতিমান কবিদের আমি বারবার বিরক্ত করেছি, এজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। লেখাপত্রের এ কবিতা সংখ্যাটি জন্মসালের বয়সের ক্রমানুসারে সাজানোর চেষ্টা করেছি, ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাঁরা লেখা, পরামর্শ ও বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। অনেক মানসম্পন্ন লেখা জমা থাকা সত্ত্বেও পরিসরের সীমাবদ্ধতার জন্য প্রকাশ সম্ভব হয়ে ওঠেনি। তবে আগামী সংখ্যায় এই লেখাগুলো গুরুত্ব দিয়ে প্রকাশের চেষ্টা থাকবে। -- মালেক সানি