দুটি কথা আমার সহকর্মী এস. এম. মোশারফ হোসেন সাহেবের লিখিত একখানা ছোটগল্পের বই প্রকাশিত হচ্ছে জেনে আমি সত্যিই আনন্দিত। তাঁর লেখা অনেকগুলো গল্পই আমার পড়া হয়েছে। বেশির ভাগ গল্পই তার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। একাত্তরের উত্তেজনা, উৎকণ্ঠা, উদ্বেল আর গ্রামীণ জনগোষ্ঠীর ভীতিকর কালরাত্রিগুলো অতিবাহনের কথা তিনি নিজস্ব ভঙ্গিমায়, অত্যন্ত পটুতার সঙ্গে পাঠকের সামনে তুলে ধরেছেন। তাঁর গল্পগুলোতে আবহমান গ্রামীণ জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনের সমস্ত কামনা-বাসনা, জীবনের স্বপ্ন এবং কল্পনাগুলো বাস্তবিকভাবে ফুটে উঠেছে। গ্রামবাংলার জীবনধর্মী গল্পগুলোতে চিরসুন্দর বাংলা তার সকল রূপ-রস নিয়ে আমাদের সামনে উদ্ভাসিত হয়েছে। সমাজের অতি সাধারণ শ্রেণির মানুষের জীবনে ঘটে যাওয়া ছোটখাটো ঘটনাবলি, কলহ-বিবাদ এবং তাদের যাপিত জীবনপ্রবাহ তিনি এমনভাবে মনের মাধুরী মিশিয়ে তুলে ধরেছেন, সেগুলো বিদগ্ধ পাঠকগণকে অত্যন্ত আকৃষ্ট করবে। তাঁর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। পাঠকমহলে ‘প্রতীক্ষা’ সমাদৃত হোক—এ আমার ঐকান্তিক কামনা। সুজিত কুমার দেবনাথ সিনিয়র শিক্ষক ও বিশিষ্ট লেখক রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী।