জনাব মোঃ মনিরুজ্জামান রচিত “ফৌজদারি কার্যবিধি” নামক গ্রন্থটির পান্ডুলিপি পড়ে দেখে ভালো লাগলো। বইটির প্রথম অংশে মূল ইংরেজী পাঠের পাশাপাশি বাংলায় ধারাসমূহের উপস্থাপনায় পাঠক উপকৃত হবে এবং দ্বিতীয় অংশের প্রশ্নমূলক আলোচনা ছাত্রদের খুবই উপকারে আসবে বলে আমার বিশ্বাস। বইটিতে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সংশোধনীসমূহ (২০০০, ২০০৩, ২০০৯ এবং ২০১২) সংযোজন করা হয়েছে। যার ফলে বইটি পূর্নাঙ্গতা পেয়েছে । তাছাড়া বইটি ধারাবাহিকভাবে বিশ্লেষণমূলক তথ্য সমৃদ্ধ। জনাব মোঃ জহুরুল হক ছাত্র, শিক্ষক, আইনজীবি, বিচারক এবং যারা ফৌজদারি বিচারের আইন সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের জন্যই “ফৌজদারি কার্যবিধি” গ্রন্থটি সাজিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। স্রেফ আইনের মূল পাঠ পড়েই ফৌজদারি কার্যবিধির সুগভীর তাৎপর্য অনুধাবন করা সকলের পক্ষে সম্ভব হয় না। বিধায় আইনের পুস্তকে বিণ্যাসের ব্যাপারে যে সাধারণ রীতি রয়েছে, অত্র গ্রন্থও সেই সমস্ত রীতি যথাবিহীত প্রতিপালন করে ফৌজদারি কার্যবিধির ভাষ্য সহজবোধ্য করার প্রয়াস করা হয়েছে। সে লক্ষ্যে ‘খ বিভাগ-প্রশ্নমূলক আলোচনা’ অধ্যায় উপস্থাপিত হয়েছে। সর্বোপরি, পাঠকগণের জন্য বইটি যে পরিমাণ সহায়ক ভূমিকা রাখবে সে পরিমাণে লেখকের শ্রম সার্থক হবে মর্মে স্বীকারোক্তি প্রদান করছি। আমি লেখকের দীর্ঘায়ু ও সফলতা কামনা করি।