লীন তৃতীয় প্রজন্মের অটো ডিভাইস মায়া মায়ার সবগুলো সাঙ্কেতিক আলো জ্বলে আছে। বেগুনি আলোর একটি সঙ্কেত জ্বলতে জ্বলতে নিভে যাচ্ছে, আবার জ্বলে উঠছে। এ নেভা-জ্বলার দিকে তাকিয়ে অলোকার সাথে করমর্দন করলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পলসন। মহাকাশের চতুর্থ স্তরে অবস্থানরত গ্রোতেরো গুচ্ছগ্রহের নির্বাহী প্রধান অলোকা, পলসনের হাত ছেড়ে দিয়ে সবার সাথে করতালিতে যোগ দিলেন। করতালি শেষে উৎফুল্ল গ্রোভেরিয়ানদের উদ্দেশে তিনি ভাষণ দিলেন - প্রিয় ঘোতেরোবাসী গ্রোতেরো গুচ্ছগ্রহের ইতিহাসে আজকের এ ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মহাকাশের পৃথিবী নামক গ্রহ থেকে একজন মানবকে তুলে আনতে সক্ষম হয়েছি। আপনারা অবগত আছেন, আমারই ঔরসে এখানে জন্ম নিয়েছে মহাকাশের ভিন্নস্তরের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী-সদৃশ মানবী, আমরা সবাই যাকে ডাকি মোনালিসা, আমাদের আদরের মোনালিসা । আমি জানি না, স্ৰষ্টা কী চান। তবে আমরা চেষ্টা করেছি এ বিচ্ছিন্নভাবে জন্ম নেয়া মোনালিসার জন্য তার সঙ্গী খুঁজে বের করা। এই সঙ্গীকে তুলে আনতে প্রাথমিকভাবে আমরা সফল হয়েছি। এ সফলতার পেছনে আপনাদের যে ত্যাগ-তিতিক্ষা ছিলো তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এ অভিযানে আমাদের গ্রোতেরো গুচ্ছগ্রহের জন্য সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিলো – এক সময়স্তর থেকে অন্য সময়স্তরে প্রাণকে ভেদ করানো। মহাশূন্যে প্রাণকে এক সময়স্তর থেকে অন্য সময়স্তরে ভেদ করানোর ঘটনা প্রাণীদের জন্য এটিই বোধহয় প্রথম।