কবিতার বই (ভাবনা পাখির কাব্য কূজন) এর সারমর্ম কবি কামরুল হাসান ফেরদৌসের কাব্যগ্রন্থ ‘ভাবনা পাখির কাব্য কূজন’ তাঁর সাম্প্রতিককালে রচিত ১০৮টি স্বনির্বাচিত কবিতার সংকলন। কবি নিজের ভাবনাগুলো কবিতাভাষ্যে প্রকাশের বিষয়টি পাখির কূজনের সাথে উপমিত করেছেন। পাখি যেমন সুরেলা ছন্দিত কণ্ঠে আপন মনে ডেকে চলে কবি তেমনি ছন্দ মাধ্যমে অনুরণিত করেছেন মানব জীবনের নানা বিচিত্র সুর। কবির কাব্য ভাবনায় এসেছে জীবন-মরণ, সুখ-দুঃখ, হাসি-কান্না, সুর-অসুর, প্রেম-বিরহ, ইহকাল-পরকাল, ভালোবাসা-ঘৃণা, আনন্দ-বেদনা, কল্পনা-বাস্তব, ভালো-মন্দ, স্বর্গ-নরক, মান-অভিমান, আরো কতো না প্রসঙ্গ। কবির মানসলোকে থাকা চিরন্তন ভাবনা পাখির কাব্য কূজনে ঠাঁই পেয়েছে তাঁর চার পাশের জীবন, জগৎ ও প্রতিবেশ । কবির বাড়ির উঠোনে উড়ে আসা দুটো পাখি কবিমনে যে আনন্দ বন্যা বয়ে আনে তা প্রথম কবিতা “ছোট্ট দুটি ঘুঘু পাখি’তে বিমূর্ত হয়েছে হৃদয় নিঙ্গড়ানো শব্দশৈলীতে। এভাবে প্রতিটি কবিতায় প্রাণোত্থিত বর্ণমালায় উঠে এসেছে একের পর এক অনুভাবনা। সর্বশেষ গ্রন্থিত কবিতা “এক পলকের অবস্থান’-এ কবি মহাকালের পটভূমিকায় ক্ষণকালীন নশ্বর অথচ মহামূল্য মানবজীবনের মূল্যমান বুঝার আকুতি প্রকাশ করেছেন। গ্রন্থের কবিতাগুলো পাঠ করতে করতে মনে হবে এগুলো সেই মহামূল্য জীবন-মাল্যের এক একটি মণি-মুক্তো।