ভ্রমণ কেবল বিনোদন নয়, জ্ঞান আহরণ ও সুস্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। এ বইয়ে সম্প্রতি ভারতের তিনটি ঐতিহাসিক ও ধর্মীয় মূল্যবোধ বিজড়িত স্থানে ভ্রমণ-বৃত্তান্ত তুলে ধরা হয়েছে। প্রথমেই আছে ভারতবর্ষের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্থান বিহার ও গয়ার কথা। গয়ার নামকরণ, গয়াসুরের কাহিনি, ধর্মব্রতা ও ফল্গূ নদীর সঙ্গে সনাতন সমাজের পারলৌকিক কার্যাদির প্রকৃত ইতিহাস ও তাৎপর্য এ গ্রন্থে সাবলীল ভাষায় লেখা হয়েছে। দ্বিতীয় পর্বে রয়েছে ভারত তথা পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন জনপদ বারানসী তথা কাশীর সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাস, যা প্রতিটি ভ্রমণপিপাসু মানুষের হৃদয় আন্দোলিত করবে। কাশীর বিখ্যাত বেনারসি শিল্পের একটি তাৎপর্যপূর্ণ আখ্যান রয়েছে গ্রন্থটিতে। বেনারসি শাড়ি তৈরির মূল কারিগররা হলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাদের নিপুণ হাতের কারুকার্যে বেনারসি শিল্প আজ বিশ্বে সমাদৃত। পরিশেষে রয়েছে হিমালয়-কন্যা দার্জিলিংয়ের মনোজ্ঞ বিবরণ। চা-বাগান, বৌদ্ধমন্দির, রক পার্ক, ঘুম স্টেশন, টয়ট্রেনের ইতিহাস, পাহাড় চূড়ায় মহাকাল মন্দির, দার্জিলিং ও কার্সিয়াঙ-এর জনজীবনের কিছুটা চিত্র পাওয়া যাবে বইটিতে। একই সঙ্গে মিলবে প্রকৃতির স্মৃতিবিজড়িত জলপাইগুড়ি, তরাইয়ের রাজনৈতিক আন্দোলন, শিলিগুড়ি ও ময়নাগুড়ির চিত্র। শেষ অধ্যায়ে রয়েছে কিছু চিত্র সংবলিত পরিচিতি। পাঠকসমাজের মনোরাজ্যে বইটি বিচরণ করবে বলেই বিশ্বাস।