কবি সাব্বির রেজা।br ভোরের আলোর মতো নরম ভাষ্যে কথা বলেন কবি সাব্বির রেজা। কবিতার প্রান্তরে তিনি হাঁটছেন দীর্ঘ সময়ের বৃত্ত রচনা করে। কবিতার জন্য যতটা তার চেয়ে বেশী সময় তিনি ব্যয় করছেন কাব্যাঙ্গনের জন্য। তার এই সারল্যমাখা সৎ নিবেদন তাকে জীবনের অনেক হিসেব নিকেশ থেকেই বঞ্চিত করেছে। ব্যথিত করেছে। সরল অথচ সাংঘাতিক ঋজু সাব্বির তাতে বিপর্যস্ত বোধ করেননি কখনও। কবিতার পরতে পরতে সে সত্য উঠে এসেছে অনবদ্য আন্তরিকতায়।br ফেলে আসা শৈশব-গ্রামজীবন-সংগ্রাম-প্রেম-নাগরিক নানা সঙ্গতি-অসঙ্গতি সুন্দরের প্রতি আকুতি— জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি সবকিছু অবলীলায় ভর করে তার কবিতার অবয়ব জুড়ে। তিনি অসম্ভব সততায় নিজেকে মেলে ধরেন কাব্যদেবীর কাছে। তার কাছেই আক্ষেপ— তার কাছেই মনস্তাপ— তার কাছেই তার উদ্ধার প্রার্থনা। কবিতা তাই এখানে হয়ে উঠেছে একজন চিরায়ত সংবেদী মানুষের একান্ত সন্তাপ।br —ইয়াজদানী কোরায়শী কবি সাব্বির রেজা।br ভোরের আলোর মতো নরম ভাষ্যে কথা বলেন কবি সাব্বির রেজা। কবিতার প্রান্তরে তিনি হাঁটছেন দীর্ঘ সময়ের বৃত্ত রচনা করে। কবিতার জন্য যতটা তার চেয়ে বেশী সময় তিনি ব্যয় করছেন কাব্যাঙ্গনের জন্য। তার এই সারল্যমাখা সৎ নিবেদন তাকে জীবনের অনেক হিসেব নিকেশ থেকেই বঞ্চিত করেছে। ব্যথিত করেছে। সরল অথচ সাংঘাতিক ঋজু সাব্বির তাতে বিপর্যস্ত বোধ করেননি কখনও। কবিতার পরতে পরতে সে সত্য উঠে এসেছে অনবদ্য আন্তরিকতায়।br ফেলে আসা শৈশব-গ্রামজীবন-সংগ্রাম-প্রেম-নাগরিক নানা সঙ্গতি-অসঙ্গতি সুন্দরের প্রতি আকুতি— জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি সবকিছু অবলীলায় ভর করে তার কবিতার অবয়ব জুড়ে। তিনি অসম্ভব সততায় নিজেকে মেলে ধরেন কাব্যদেবীর কাছে। তার কাছেই আক্ষেপ— তার কাছেই মনস্তাপ— তার কাছেই তার উদ্ধার প্রার্থনা।br কবিতা তাই এখানে হয়ে উঠেছে একজন চিরায়ত সংবেদী মানুষের একান্ত সন্তাপ।br —ইয়াজদানী কোরায়শী