চাকরি পরীক্ষার জন্য প্রতিযোগিতা গ্রহণে প্রত্যাশীদের জন্য নিজেকে প্রস্তুত করার এখনই সঠিক সময়। কিন্তু এ রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে পরীক্ষার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট পরীক্ষার বিগত সালের প্রশ্ন সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন। অনেক প্রতিযোগীর মাঝে নিজেকে সাফল্যের শীর্ষে প্রতিষ্ঠা করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানার্জন একান্ত প্রয়োজন। বইটিতে বিগত সালের চাকরি পরীক্ষার সকল প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান করা হয়েছে। প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে সাধারণজ্ঞান বিষয়ে সর্বশেষ আপডেট তথ্য সংযোজন করা হয়েছে। চাকরি পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর সাজিয়ে দেওয়া কঠিন কাজ হওয়া সত্ত্বেও এ কাজটি আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে করার চেষ্টা করেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বিষয়ভিত্তিক প্রশ্নগুলোর সমাধান করার ক্ষেত্রে মান নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করেছি। গ্রন্থ প্রণয়ন ও সম্পাদনায় তথ্য-উপাত্তের ক্ষেত্রে সর্বাগ্রে বাংলা একাডেমি, বাংলাপিডিয়া, NCTB কর্তৃক প্রকাশিত বিষয়ভিত্তিক বইসমূহ, Wren and Martin এর English Grammar, Oxford Advanced Learner's Dictionary সহ বিষয়ভিত্তিক নির্ভরযোগ্য রেফারেন্স গ্রন্থ সমূহ, দেশ-বিদেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিক সংবাদপত্র, সরকারি বিভিন্ন ওয়েবসাইট, প্রজ্ঞাপন, গেজেট, দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার নিজস্ব ওয়েবসাইট অনুসরণ করে সর্বশেষ তথ্য সংযোজন করা হয়। বইটির মুদ্রণ, বর্ণসংস্পান ও সম্পাদনা পর্যন্ত যথেষ্ট সতর্কতা অবলম্বন সত্ত্বেও যদি ত্রুটি বিচ্যুতি থেকে যায় তাহলে আমরা সকলের ক্ষমা সুন্দর মনোভাব প্রত্যাশা করছি। সম্মানিত পাঠকের প্রতি বিনীত আবেদন তারা যেন ভুল সংশোধনে তাদের বিজ্ঞ মতামত ও পরামর্শ প্রদান করেন। পরবর্তী সংস্করণে তাদের মতামতের প্রতি সম্মান জানিয়ে প্রয়োজনীয় সংশোধন, পরিবর্ধন ও পরিমার্জন করার আশ্বাস দিচ্ছি। বইটির ভবিষ্যৎ উন্নতিকল্পে বিজ্ঞজনদের যেকোনো পরামর্শ ও উপদেশ সাদরে গ্রহণযোগ্য। যাদের জন্য আমাদের এ সর্বাত্মক প্রচেষ্টা, সে সকল শিক্ষার্থী বইটির দ্বারা উপকৃত হলে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস ও শ্রম সার্থক হবে। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।