বাংলা সাহিত্যে কবিতা, প্রবন্ধ, উপন্যাসের মতো গল্পও একটি বড়ো অংশ যা সাহিত্য জগৎকে অলংকৃত করে আসছে! একজন লেখক গল্পের মাধ্যমে একটি সমাজের চিত্র তুলে ধরেন। যেখানে থাকে সেই সমাজের শিক্ষা, সংস্কৃতি, বিনোদন, সফলতা-ব্যর্থতা, হাসি-কান্না, আশা- আকাঙ্খা, ইতিহাস সহ বিভিন্ন ধরণের শিক্ষণীয় বিষয়; যা এগিয়ে নিয়ে যায় আমাদের জীবনকে ও সমাজকে আলোর পথে। তাই বই হলো, মানুষের জ্ঞান বৃদ্ধির বড়ো সহায়ক। যে সমাজ বইকে যত বেশি ভালোবাসবে, সেই সমাজ ততো বেশি এগিয়ে যাবে। "মনটাই ভালো করে দিলে" লেখক ফারুক আহমেদ এর একটি অসাধারণ সৃষ্টি, যেখানে রয়েছে সেরা ১৪টি জীবনের মৌলিক গল্প । লেখক তার প্রতিটি গল্পে সক্ষম হয়েছেন; পাঠককে তার গল্পের মাঝে ডুবিয়ে দিতে, মনে আনন্দ সৃষ্টি করতে, চোখের কোনায় চিক চিক তৈরি করতে, আশার আলো সৃষ্টি করতে, মনে সংশোধনের অনুভূতি তৈরি করতে, পেরেছেন গল্পের কাহিনী পাঠকের মনে বার বার অনুরণন সৃষ্টি করতে...! বইটির গল্পের শিরোনামগুলো হলো: (১) মানবিক প্রজন্ম (২) মনটাই ভালো করে দিলে (৩) তুমিই আমার নার্গিস (৪) গোলাপী শাপলার প্রেম কাহিনী (৫) বিজয় দিবসের অর্জন (৬) প্রকৃতির শাস্তি (৭) স্বামী ভক্ত আয়েশার মা (৮) মায়ের মন (৯) বাংলা আমার মায়ের ভাষা (১০) বাবার শেষ বেলার স্মৃতি (১১) শৈশবের মধুর স্মৃতি (১২) দুই শতাংশের দুঃখ (১৩) সুইটির স্বপ্ন ও (১৪) হাওলাদার পাখি অভায়ারণ্য। গল্পের বইটিতে সব শ্রেণীর সম্মানিত পাঠকমহল পাবেন তার মনের খোরাক। বইটিতে রয়েছে: নুতন প্রজন্মকে ভালো ও মানবিক মানুষ তৈরি করার গাইডলাইন হিসেবে পেরেন্টসদের জন্য মূল্যবান গল্প "মানবিক প্রজন্ম"; রোমান্টিক গল্প, বাবার কথা, মায়ের মনের কথা, দেশ প্রেমের কথা, বিদেশে অবস্থানকারী ও দেশে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া নুতন প্রজন্মদের বাংলা ভাষাকে জীবনে ধারণ করার গল্প, জীবনের স্মরণীয় স্মৃতির কথা, সমাজ পরিবর্তনের গল্প, প্রকৃতি ও পাখি প্রেমিকদের জন্য গল্প। একই সাথে পাঠক মহল পাবেন গল্পে অনেক মূল্যবান মেসেজ। আশা করি, পাঠক মহল বইটির গল্পগুলো পড়ার পর, একদিকে মনে অনেক আনন্দ ও তৃপ্তি পাবেন, অন্য দিকে তার "মনটাই ভালো হয়ে যাবে" ।