কিতাবটি মাতৃভাষায় লিখিত । এতে নাহবেমীর কিতাবের বিন্যাস অনুসরণ করা হয়েছে। কিতাবটির প্রায় প্রথম ৬0 পৃষ্ঠা পর্যন্ত নাহবেমীরের বঙ্গানুবাদ । সেখানে কিছু সংযোজন-বিয়োজন করে সংক্ষেপে নাহুর মৌলিক নিয়ম কানুনগুলো একত্র করা হয়েছে। আর বাকি ১৭০ পৃষ্ঠায় আরবি ইবারত পড়তে ও বুঝতে যেটুকু ব্যাকরণ জানার প্রয়োজন হয়, তা বিশ্লেষণ ও অনুশীলনের মাধ্যমে সংকলন করা হয়েছে। এই حَدِيْقَةُ النَّحْوِ কিতাবে আরবদের লিখিত দশ থেকে বারোটি কিতাবের নির্যাস জমা করা হয়েছে । আশা কারি, এই অনবদ্য গ্রন্থনা আরবি শিক্ষার পথে প্রতিটি শিক্ষার্থীকে তার মানযিলে মাকসাদে পৌঁছতে সহায়ক ভুমিকা পালন করবে। কিতাবটি কীভাবে পড়বো? প্রথমে, কিতাবের শুরুতে সংক্ষিপ্ত নাহুর পাঠগুলো মুখস্থ করে নাও। অতঃপর প্রতিটি পাঠ ভালোভাবে আয়ত্ত করতে ব্যাপক অনুশীলন করো ও ইজরা করার মাধ্যমে উদাহরণগুলোকে আত্মস্থ করে নাও। তবে মনে রেখো, শুধু কিছু আরবি নিয়ম-কানুন মুখস্থ করাই যথেষ্ট নয়। কারণ এই মুখস্থ বিদ্যা কিছুদিন পর হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রকট। তাই নাহুশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করতে চাইলে, প্রথমিক লেভেলটি শক্তিশালীভাবে মুখস্থ রেখে, ব্যাপক অনুশীলন করা এবং আরবি ইবারতে নাহু প্রয়োগ করে-করে আরবি ইবারত পড়া অতীব জরুরী । আলহামদুলিল্লাহ। এই কিতাবে অনুশীলনের জন্য কোরআন থেকে ব্যাপক উদাহরণ উল্লেখ রয়েছে। "হাদিকাতুন নাহু" কিতাবটি কেন সংগ্রহ করবেন? ১. প্রথম ৪০ পৃষ্ঠায় সম্পূর্ণ নাহবেমীর কিতাবটির সাবলীল বঙ্গানুবাদ করা হয়েছে ২. প্রথমে সংক্ষেপে নাহুর মৌলিক নিয়ম-কানুনসমূহ উল্লেখ করে পরবর্তী ১৫০ পৃষ্ঠায় তার বিস্তারিত আলোচনা আনা হয়েছে। অর্থাৎ আরবি ইবারত পড়তে ও বুঝতে যতটুকু নাহুর প্রয়োজনীয়তা আমরা অনুভব করি, তা একত্র করা হয়েছে। ৩. প্রতিটি কায়দার উল্লেখ করার পর কুরআনের আয়াত ও বিভিন্ন অনুশীলনযোগ্য আরবি বাক্য দ্বারা পর্যাপ্ত উদাহরণ দেওয়া হয়েছে। ৪. বিস্তারিত আলোচনাকে সংক্ষিপ্ত আকারে চকের মধ্যে উল্লেখ করা হয়েছে। ৫. কুরআনের আয়াত ও আরবি উদাহরণের পাশে বাংলা অর্থ সংযোজন করা হয়েছে। ৬. জটিল উদাহরণের তারকীব দেওয়া হয়েছে। একটি উদাহরণের তারকিব বুঝলে বাকি উদাহরণগুলো নিজেরাই তারকিব করতে পারবে ইনশাআল্লাহ।