কবি পরিচিতিঃ কবি সাদেকুল ইসলাম বৃহত্তর নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলাধীন রনচন্ডী, বাফলা নামক সবুজে ঘেরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ রফিকুল ইসলাম ও মাতা মোছাঃ শরিফা বেগম। কবি ২০১৪ সালে এসএসসি, ২০১৬ সালে এইচএসসি পাশ করেন। রংপুর কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগে ২০২০ সালে বিএ অনার্স, ও ২০২১ সালে এমএ পাশ করেন। ছোট বেলা থেকেই তিনি ছিলেন প্রচুর সাহিত্য অনুরাগী। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয় কবির যুগোপযোগী বিভিন্ন কবিতা, ছড়া ও গল্প। অনলাইন সাহিত্য প্লাটফর্মে দৈনিক,সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক সেরা কবি হিসেবে প্রায় অর্ধশতকেরও বেশি সম্মাননা অর্জন করেন তিনি। তার যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা মোট ৬টি। এগুলোর মধ্যে 'যে দ্বীপে ময়ূর কাঁদে', 'সন্নাসী চাঁদ' অন্যতম। "ওগো অপরিচিতা" এটিই কবির প্রথম একক কাব্যগ্রন্থ। লেখালেখিতে পাণ্ডিত্যের জন্য কবি অর্জন করেন, কবি ফররুখ আহমদ স্মৃতি পদক-২০২২, জাগ্রত স্টার অ্যাওয়ার্ড-২০২২,জাগ্রত সাহিত্য সম্মাননা, অনলাইন লিটারেচার সম্মাননা ইত্যাদি। শুদ্ধ সাহিত্য চর্চা ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে কবি প্রতিষ্ঠা করেন "সাহিত্যের জগৎ' অনলাইন ম্যাগাজিন" নামক সাহিত্য সংগঠন। লেখালেখির পাশাপাশি 'বাংলাদেশ সংবাদ প্রতিদিন' পত্রিকায় সাংবাদিকতা করে যাচ্ছেন এই উদীয়মান তরুণ কবি। এছাড়াও তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধিনে আর্কাইভ এন্ড লাইব্রেরি অধিদপ্তরের নিবন্ধিত লেখক তালিকার অন্তর্ভুক্ত।