কবি নাসিমা সুলতানা শফি বাংলাদেশের সাহিত্যাঙ্গনে অতি সুপরিচিত নাম। বাংলাদেশ শিশু একাডেমী থেকে প্রকাশিত তাঁর ছড়াগ্রন্থ ‘শিউলি বেলী জুঁই’ যেমন পাঠকদের মুগ্ধ করেছে তেমনি তাঁর লেখা ‘মজার ছড়া’, ‘খোকা খুকুর ছড়া’, ‘মিষ্টি মধুর ছড়া’, ‘টাপুরটুপুর সারা দুপুর’, ‘দূর আকাশে চাঁদের দেশে’, ‘চাঁদনি রাতে পরির সাথে’, ‘ফুলের বাসে পরি আসে’, ‘দূর্বাঘাসে সূর্য হাসে’, ‘বাতাস দোলে শাপলা ফুলে’ ‘যাচ্ছে গাড়ি চাঁদের বাড়ি’, ‘গাঁয়ের ছায়া মায়ের মায়া’ এবং ‘জোসনা ঝরে খোকার ঘরে’-এ ১২টি ছড়াগ্রন্থও সবার মন জয় করেছে। এছাড়া তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘তবুও স্বপ্নের পাখিরা ওড়ে’, নান্দনিক গল্পগ্রন্থ ‘প্লাবিত জোছনা’, ‘মনের ভেতর মন’, মিষ্টি প্রেমের উপন্যাস ‘হৃদয়ে ভালবাসা’, কিশোর উপন্যাস ‘রইশ্যার শান’ এবং শিশুকিশোর গল্পগ্রন্থ ‘রাজুর বন্ধু ব্যাঘ্রমামা’, ‘খুকু ও ভূত’ ও ‘তুতুল মিতুল ও বিড়ালছানা’ পাঠকের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে। সাহিত্যের প্রায় সব শাখাতেই অবাধ বিচরণ হলেও শিশুসাহিত্যে তাঁর পদচারণা অত্যন্ত সাবলীল। তাঁর সহজ সরল ভাষা এবং নিপুণ ছন্দময়তা সহজেই শিশুদের হৃদয়কে আন্দোলিত করে। আমরা এবার প্রকাশ করেছি তাঁর নতুন ছড়াগ্রন্থ ‘মেঘের নায়ে অচিন গাঁয়ে’। আশা করি আমাদের প্রকাশিত এ গ্রন্থটিও সবার ভালো লাগবে।