তুমি এসেছিলে নিরবে কোন এক মহেন্দ্রক্ষণে তুমি ছিলে ক্ষণকালের চেনা অপ্রত্যাশিত প্রত্যাশা। এসেছিলে রক্তিম পতাকা হাতে আমার জীবন মানচিত্র এঁকে নবজীবনের প্রেরণা জাগাতে, অদৃষ্টের কান্ডারি হয়ে। বইমেলায় দেখেই মনে হয়েছে তোমার সাথে আমার আত্মার শুধু নয় অন্তরাত্মার সম্পর্ক, হৃদয়ের অনুভবে আছো তুমি, হৃদয়ের গাঁথামালা শুধু তোমারই জন্য। লাভ এট ফার্স্ট সাইট যাকে বলে। বড্ড ভালোবাসি তোমায়। তোমার প্রতি মায়া, দুর্বার অনুভ‚তি সমস্ত দূরত্ব ঘুঁচিয়ে দিয়েছে। তুমি আমার প্রিয়া ও প্রিয়তমা, আজন্ম অধিকার। তোমার নিরব ভালোবাসা আমাকে উন্মাদ করেছে। এমন যদি হতো শ্রাবন মেঘের দিনে মেঘের আবেশে ঘুরে বেড়াবো কাশ্মীর থেকে কন্যাকুমারী। এ ছিলো আমার স্বপ্ন। বিচিত্র দুনিয়া বিচিত্র মানব চরিত্র। ভুল-ত্রæটি, মান-অভিমান অবসন্ন হৃদয়ের কুক্ষিগত সত্তা। ভালোবাসার বিড়ম্বনা মানতে চায় না বিদ্রোহী মন। ইতিহাস সাক্ষী আমাদের এই অসঙ্গত সমাজে নারীর উপমা তুমি। এখন অভিজ্ঞতার আলোকে জীবনের হিসাব মিলাতে রুপান্তরের প্রায়শ্চিত্ত করছি ঝরাপাতার গান গেয়ে দীর্ঘশ্বাসই অবলম্বন। ভেবেছো আমি বোকা এ আমার কষ্টাবিলাস? তুমি ছিলে আমার শেষ ঠিকানা, ভাবিনি হবে প্রহেলিকা। অহরহ মিথ্যা, ভাল্লাগে না তোমাকে ছাড়া। সমাধান পাইনি। তুমি বিশ্বাসের মর্যাদা রাখোনি, আমি তোমাকে পিছু ডাকবো না। জীবন তো একটাই, মৃত্যু অনিবার্য। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তার নিরব সাক্ষী হয়ে বেঁচে থাকবো বাকিটা জীবন। প্রহেলিকা কাব্যগ্রন্থের অভ্যন্তরের কবিতাগুলির শিরোনাম দিয়ে রচিত হয়েছে এই ছোট্ট বিরহবার্তা হয়তো করে দেবে আপনাকে নষ্টালজিক।