অন্যান্য পরিচয়ের পাশাপাশি দীপু মাহমুদ লেখক হিসেবে সুপরিচিত। তাঁর প্রতিষ্ঠা ও খ্যাতি প্রধানত শিশু-কিশোর সাহিত্যের অঙ্গনে হলেও, বড়দের জন্যও তিনি লিখে থাকেন। কথাসাহিত্য যেমন, তেমনি আরও নানা বিষয়ে। আর তাতে তাঁর দক্ষতা অনস্বীকার্য। প্রতিটি ক্ষেত্রেই তাঁর দেখার চোখ ও প্রকাশভঙ্গি লেখক হিসেবে তাঁর স্বাতন্ত্র তুলে ধরে। কি বিষয় নির্বাচন কি কাহিনি নির্মাণ সবক্ষেত্রেই তিনি নিজস্বতার স্বাক্ষর রাখতে চান। নিরীক্ষাপ্রবণ হয়েও নন দুষ্পাঠ্য। সহজ জনপ্রিয়তার পথ এড়িয়েও ভাষা ও বর্ণনায় সাবলীলতার অনুসারী। 'বৃষ্টির পরে' গল্পগ্রন্থের ছয়টি গল্পেই পাঠক দীপু মাহমুদের এই বৈশিষ্ট্যের পরিচয় পাবেন। তাঁর গল্পের বিষয় কখনো তরুণ-তরুণীর মিষ্টি প্রেম, কখনো গার্মেন্টস ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে এক সারোগেট মায়ের ও সেই সঙ্গে এক নিঃসন্তান দম্পতির স্বপ্নের লোমহর্ষক অপমৃত্যু, কখনো দেশে পড়ে থাকা অসহায় ও নিঃসঙ্গ বাবার প্রবাসী সন্তানের জন্য কাতরতা, কখনো বা পদ-প্রভাবের জোরে কারো লেখক হওয়ার বাসনা পূরণ। এরই পাশাপাশি অষ্টম প্রজন্মের আবেগপ্রবণ রোবট ও মেমোরি ট্রান্সফিউশন নিয়ে লেখা দুটি বৈজ্ঞানিক কল্পকাহিনিও আছে বইটিতে। সবকটি গল্পেই লেখক তাঁর লিপিকুশলতার পরিচয় দিয়েছেন। সচেতন পাঠক বিশেষ করে যাঁরা সাহিত্যে নতুনত্ব বা বৈচিত্র্যের সন্ধানী তাঁদের গল্পগুলো ভালো লাগবে।
দীপু মাহমুদ। জন্ম ২৫ মে ১৯৬৫, নানাবাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার গ্রাগপুর গ্রামে। শৈশব ও বাল্যকাল কেটেছে দাদাবাড়ি হাটবোয়ালিয়া গ্রামে। বেড়ে ওঠা স্নেহময়ী, কালিশংকরপুর, কুষ্টিয়া। পিতা প্রফেসর মোহাম্মদ কামরুল হুদা, মা হামিদা বেগম। পড়াশোনা করেছেন কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া সরকারি কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতায়। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রে। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা একশ ছাড়িয়েছে। স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার, শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী স্বর্ণপদক, নবাব সিরাজউদ্দৌলা স্বর্ণপদক, আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার, সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার, আবু হাসান শাহীন স্মৃতি শিশুসাহিত্য পুরস্কার, কবি জীবনানন্দ দাশ স্মৃতিপদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। পেয়েছেন সম্মাননা।