বিশাল একটা দেশ কাযাখস্তান। পৃথিবীর বেশিরভাগ মানুষের অদেখা, অজানা। ঢাকা থেকে দূরত্ব মাত্র আড়াই হাজার কিলোমিটার। চীন, রাশিয়া, কিরগিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্থানের সাথে সীমান্ত ভাগ করে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য বুকে ধরে রেখে হাতছানি দিয়ে ডাকে। আয়তনে বড় এবং উল্লেখযোগ্য শহর আলমাতির অলিগলিতে লুকিয়ে আছে এক অজানা জনপদের ঘ্রাণ। অতিকায় পার্ক বা তার চেয়েও সুন্দর ফুটপাতে উড়ে বেড়ায় অচেনা অনেক গল্প। পুরো দেশটাই পাহাড়ের সুরক্ষায় মোড়া৷ শহরের বাইরে কোথাও সবুজ, কোথাও লাল পাহাড়, মাইলের পর মাইল শুধুই চারণভূমি বা শষ্যখেত। এশিয়া মহাদেশে গ্র্যান্ড ক্যানিয়ন স্বরূপ শেরিন ক্যানিয়ন একইরকমভাবে দাঁড়িয়ে, না বলেও বলে যায় অনেক কথা। কোথাও পান্না সবুজ হ্রদের হাতছানি। ঘণ পাইন বনের মাঝ দিয়ে পাহাড়ি পথ চলতে চলতে লেখকের হয়ে যায় পাখি বা গুল্মের সাথে বন্ধুত্ব। সেরকম হ্রদ আর পাহাড়ের মেলবন্ধন করিয়েছে কোলসাই ন্যাশনাল পার্ক আর কেইন্ডি লেইক। গ্রামীণ সহজ সরল নির্ঝঞ্ঝাট জীবনের দেখা মেলে সাতি নামের এক গ্রামে। যেখানে কৃষক কৃষাণী সাদরে আপ্যায়ন করে দেশী-বিদেশী অতিথিদের বিভিন্ন ধরনের কাযাখ খাবারের ডালি দিয়ে। সবুজ দেশ, পাহাড়ের অলংকার, নীল হ্রদ, সরল মানুষ এই চারের সমন্বয় কাযাখস্তানকে করেছে এক অনন্য জনপদ।