বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অভিযোগ প্রায়ই শুনতে পাই আমরা, আর তা হলো শিশুসাহিত্যের অপ্রতুলতা। এটা যেমন অনেকটাই সত্যি তারচেয়েও বেশি সত্যি যে কিশোর উপযোগী সাহিত্য বিশেষত কিশোর মনোজগতের জন্য ছড়া কবিতা একেবারেই কম। হয়ত কিছু গল্প বা উপন্যাস পাওয়া যেতে পারে। কিন্তু ছড়া কবিতা একেবারেই অপ্রতুল। ‘ফুলের সুবাস নিও’ মূলত কিশোর উপযোগী ছড়া কবিতার বই। নিঃসন্দেহে এই বইয়ের ছড়া/কবিতাগুলো সেইসব বড়দের কাছেও গ্রহণযোগ্য হবে যাদের বুকের ভেতর একটা কিশোর মন ঘুমিয়ে আছে এবং যাদের ফেলে আসা কৈশোরের স্মৃতি সব সময় আলোড়িত করে। আমাদের শিশু কিশোর সাহিত্যে একটি প্রবণতা চরমভাবে লক্ষ্যণীয় যেÑ শিশু কিশোরদের পৃথিবী যেন শুধু ভ‚ত প্রেত আর কল্পকাহিনী বা অ্যাডভেঞ্চার দিয়ে ভরা। এটা একেবারেই ভুল ভাবনা। আমাদের চেনা পৃথিবী পালটে যাচ্ছে দ্রুত। ডিজিটাল দুনিয়ায় শুধু ভ‚তের গল্প দিয়ে ওদেরকে ভুলিয়ে রাখার দিন প্রায় শেষ। বরং ইন্টারনেটের যুগে এটাই স্বীকার করে নেয়া উচিত যে এখনকার কিশোর কিশোরী আগের তুলনায় অনেক বেশি স্মার্ট। বুদ্ধিমান। সুতরাং ‘ফুলের সুবাস নিও’ বইটি কিশোর কিশোরী বা কিশোরমনা পাঠকদের বর্তমান মনোজগতের প্রতি দৃষ্টি রেখে লেখক এমন সব বিষয়ের অবতারণা করেছেন যা শুধু হাল্কা চালে আনন্দই দেবে না, ভাবাবে এবং তাদের গভীর অনুভ‚তিকে আলোড়িত করবে এই বিশ্বাস করি।